সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা শনিবার , ৬ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ , ২১শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
গণমাধ্যমের সবচেয়ে বড় সম্পদ বিশ্বাসযোগ্যতা : সিটি মেয়র | চ্যানেল খুলনা

গণমাধ্যমের সবচেয়ে বড় সম্পদ বিশ্বাসযোগ্যতা : সিটি মেয়র

খুলনায় আনন্দ-উৎসবে দৈনিক দেশ রূপান্তর পত্রিকার পঞ্চম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষ্যে সোমবার সকাল ১০টায় খুলনা প্রেসক্লাবে কেককাটা অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন খুলনা মহানগর আওয়ামী লীগের সভাপতি ও সিটি করপোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক। অনুষ্ঠানের শুরুতে মেয়র তালুকদার আব্দুল খালেককে ফুলেল শুভেচ্ছা জানান পত্রিকার নিজস্ব প্রতিবেদক এস এম আমিনুল ইসলাম। পরে সিটি মেয়র কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকীর আনুষ্ঠানিক উদ্বোধন করেন।

অনুষ্ঠানে সিটি মেয়র তালুকদার আব্দুল খালেক বলেন, একজন সাংবাদিকের প্রধান দায়িত্ব হচ্ছে সত্য উদঘাটন করা এবং দেশ ও জনগণের কাছে তা তুলে ধরা। সত্য প্রকাশে সংবাদকর্মীরা পাঠকের কাছে দায়বদ্ধ। যে কোনো গণমাধ্যমের সবচেয়ে বড় সম্পদ বিশ্বাসযোগ্যতা। যে গণমাধ্যমের বিশ্বাসযোগ্যতা যত বেশি, দর্শক-শ্রোতা এবং পাঠকের কাছে তার গ্রহণযোগ্যতাও তত বেশি। এই স্বল্পসময়ে দেশ রূপান্তর পাঠকের কাছে তার সেই বিশ্বাসযোগ্যতা প্রমাণ করতে সক্ষম হয়েছে। তিনি ভবিষ্যতে দৈনিক দেশ রূপান্তর এই বিশ্বাসযোগ্যতা ধরে রাখতে সক্ষম হবে এমন আশাবাদ ব্যক্ত করেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, খুলনা প্রেসক্লাবের সভাপতি এস এম নজরুল ইসলাম। উপস্থিত ছিলেন বৃহত্তর খুলনা উন্নয়ন সংগ্রাম সমন্বয় কমিটির সভাপতি শেখ আশরাফ-উজ জামান, খুলনা জেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক কামরুজ্জামান জামাল, খুলনা সিটি কর্পোরেশনের ২৮ নং ওয়ার্ডের কাউন্সিলর মোহাম্মদ জিয়াউল আহসান, খুলনা সাংবাদিক ইউনিয়নের সভাপতি ফারুক আহমেদ, খুলনা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. মামুন রেজা, খুলনা সাংবাদিক ইউনিয়নের সাবেক সভাপতি আনোয়ারুল ইসলাম কাজল, সাবেক সাধারণ সম্পাদক মল্লিক শুধাংশু, দৈনিক ইত্তেফাকের ব্যুরো প্রধান এনামুল হক, খুলনা প্রেসক্লাবের যুগ্ম-সম্পাদক ও বাংলানিউজের ব্যুরো এডিটর মাহবুবুর রহমান মুন্না, ইনডিপেন্ডেট টেলিভিশনের খুলনা বিভাগীয় প্রতিনিধি এইচ এম শামিমুজ্জামান, ৭১’ টিভির খুলনা বিভাগীয় প্রধান রকিব উদ্দিন পান্নু, খুলনা প্রেসক্লাবের কোষাধ্যক্ষ এস এম কামাল হোসেন, দৈনিক পূর্বাঞ্চলের স্টাফ রিপোর্টার আবুল হাসান হিমালয়, বাংলাদেশ পরিবেশ আন্দোলন’র (বাপা) খুলনার সমন্বয়কারী ও জাতীয় পরিষদ সদস্য অ্যাডভোকেট মো. বাবুল হাওলাদার, জেলা যুবলীগ নেতা বিধান চন্দ্র রায়, ডাচ বাংলা ব্যাংকের কর্মকর্তা মো. রোকনুজ্জামান সরদার, খুলনা প্রেসক্লাবের সাবেক কোষাধ্যক্ষ ও দৈনিক আজকের পত্রিকার খুলনা প্রতিনিধি কাজী শামীম আহমেদ, জাগো নিউজের খুলনা প্রতিনিধি আলমগীর হান্নান, দৈনিক প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক উত্তম মন্ডল, দৈনিক যুগান্তর পত্রিকার খুলনার ব্যুরো ইনচার্জ আহমেদ মুসা রঞ্জু, দৈনিক সময়ের খবরের স্টাফ রিপোর্টার আশরাফুল ইসলাম নুর, এসএ টিভির খুলনা প্রতিনিধি রফিকুল ইসলাম মতি, দৈনিক আমাদের অর্থনীতির খুলনা প্রতিনিধি হাসানুর রশিদ তানজির, দৈনিক ইত্তেফাকের বটিয়াঘাটা প্রতিনিধি শেখ আব্দুল হামিদ, ফটো সাংবাদিক রবিউল গাজী উজ্জ্বল প্রমুখ। অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিরা দৈনিক দেশ রূপান্তরের সাফল্য কামনা করেন।

https://channelkhulna.tv/

প্রেস রিলিজ আরও সংবাদ

এমইউজে খুলনার সাধারণ সভা শনিবার, নির্বাচন ২২ ডিসেম্বর

কুয়েট অফিসার্স এসোসিয়েশনের নির্বাচন সম্পন্ন

কুয়েটে যৌন হয়রানি ও নিপীড়ন নিরোধ নীতিমালা উন্মোচন ও সেমিনার

খুবিতে চলমান টার্ম ফাইনাল পরীক্ষার হল পরিদর্শন করলেন উপাচার্য

খুবিতে ইনকাম ট্যাক্স রিটার্ন সাবমিশন শীর্ষক প্রশিক্ষণ অনুষ্ঠিত

খুলনায় শ্রমিক কল্যাণ ফেডারেশনে মহান বিজয় দিবস বর্ণাঢ্য র‌্যালী

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
DMCA.com Protection Status
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd
যোগাযোগঃ কেডিএ এপ্রোচ রোড (টেক্সটাইল মিল মোড়), নিউ মার্কেট, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।