খুলনার গণ মানুষের নেতা ছিলেন শহীদ এসএমএ রব। তিনি ধর্ম-বর্ণ, জাতি-গোষ্টির উর্দ্ধে ছিলেন। কোন সাহায্যপ্রার্থী তার কাছে গিয়ে খালি হাতে ফেরেননি। তার জীবদ্দাশায় জাতির জনকের আদর্শে অবিচল ছিলেন। খুলনাবাসী এসএমএরবকে আজীবন শ্রদ্ধাভরে স্মরণ করবে।
আওয়ামী লীগ নেতা শহীদ এসএমএ রবের ২১ তম শাহাদৎ বার্ষিকী উপলক্ষে আজ বুধবার বাদ যোহর নগরীর বায়তুন নূর জামে মসজিদে দোয়া পূর্ব আলোচনা সভায় বক্তৃতায় বক্তারা এ কথা বলেন। শহীদ এসএমএরব স্মৃতি পরিষদ কর্তৃক আয়োজিত আলোচনা সভার সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি আলহাজ্ব চম মুজিবুর রহমান। সাধারণ সম্পাদক আসাদুজ্জামান রিয়াজের পরিচালনায় সভায় প্রধান অতিথির বক্তৃতা করেন নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এমডিএ বাবুল রানা,বিশেষ অতিথির বক্তৃতা করেন রবপুত্র বিশিষ্ট ব্যবসায়ী এসএম আরিফুর রহমান মিঠু,নগর আওয়ামী লীগের দপ্তর সম্পাদক মুন্সি মাহাবুবুল আলম সোহাগ,উপ দপ্তর সম্পাদক হাফেজ মোঃ শামিম,কাউন্সিলর শেখ হাফিজুর রহমান,নগর আওয়ামী লীগ নেতা এস.এম আকিল উদ্দিন,মনিরুজ্জামান সাগর,নগর ছাত্রলীগের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান রাসেল,ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি নূর ইসলাম,সাধারণ সম্পাদক ইউসুপ আলী খান,বিশিষ্টি ব্যবসায়ী আবুল কালাম আজাদ,রবপুত্র এস.এম আশফাকুর রহমান রাজিব। বক্তৃতা করেন রব স্মৃতি পরিষদ নেতা আলহাজ্ব শেখ বাহাইাদ্দন,শেখ আব্দুল মজিদ,এমএ গফ্ফার খান,ফকির শহিদুল ইসলাম,মুন্সি গোলাম সরোয়ার,এসএম জসিম উদ্দিন,সজীবর রহমান,নজরুল ইসলাম প্রমুখ। পরে শহীদ রব চত্বরে গরীবদেও মধ্যে খাদ্য বিতরণ করা হয়। এর আগে সকাল ১১ টায় বসুপাড়াস্থ মরহুমের কবর জিয়ারত ও শ্রদ্ধাজ্ঞলি অর্পণ করা হয়। এদিকে এসএমএ রবের শাহাদৎ বার্ষিকী উপলক্ষে আরাফাত গ্রুপ অফ ইন্ড্রাষ্ট্রি লিঃসহ মরহুমের পরিবার ও বিভিন্ন সামাজিক সংগঠনের উদ্যোগে নানা কর্মসূচি পালিত হয়।-খবর বিজ্ঞপ্তি