খুলনা বিশ্ববিদ্যালয়ের বায়োটেকনোলজি এন্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং ডিসিপ্লিনের সাথে ঔষধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালস লিমিটেড এর সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয়েছে। মঙ্গলবার (৭ জানুয়ারি) দুপুরে ঢাকাস্থ ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালস’র প্রধান কার্যালয়ে এই এমওইউ স্বাক্ষরিত হয়। খুলনা বিশ্ববিদ্যালয়ের পক্ষে ট্রেজারার প্রফেসর ড. মোঃ নূরুন্নবী ও ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালস’র পক্ষে চেয়ারম্যান আব্দুল মুক্তাদির এমওইউতে স্বাক্ষর করেন। পরে স্বাক্ষরিত এমওইউর কপি উভয়পক্ষের মধ্যে বিনিময় করা হয়।
স্বাক্ষরিত এমওইউতে খুলনা বিশ্ববিদ্যালয় ও ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালস লিমিটেড এর মধ্যে গবেষণায় সহযোগিতা ও উদ্ভাবনী প্রযুক্তির উন্নয়নে যৌথভাবে কাজ করার বিষয়ে গুরুত্বারোপ করা হয়েছে।
এ সময় খুলনা বিশ্ববিদ্যালয়ের বায়োটেকনোলজি এন্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং ডিসিপ্লিন প্রধান প্রফেসর ড. মো. মুরছালিন বিল্লাহ ও ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালস’র ভ্যাক্সিন ডিভিশনের আরএন্ডডি ডিপার্টমেন্টের প্রধান মোহাম্মদ মাইনুল আহাসান এবং সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
এদিকে এমওইউ স্বাক্ষরের পর ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালস’র চেয়ারম্যান আব্দুল মুক্তাদিরকে খুলনা বিশ্ববিদ্যালয়ের মনোগ্রাম খচিত ক্রেস্ট উপহার দেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর ড. মো. নূরুন্নবী। এ সময় তিনি এমওইউ’র মাধ্যমে দুটি প্রতিষ্ঠানের মধ্যে সহযোগিতামূলক সম্পর্কোন্নয়নে গুরুত্বারোপ করেন।