নিজস্ব প্রতিবেদকঃ নগরীর খালিশপুর দূর্বার সংঘ এলাকায় হাফিজুর রহমান রুমি (১৩) নামে ৬ষ্ঠ শ্রেণির ছাত্র গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। বুধবার রাত আট টার দিকে নিজ ঘরের মধ্যে ওই বালক আত্মহত্যা করেন।
নিহত রুমি খালিশপুর নয়াবাটিস্থ এন/পি ৯৬ এর বাসিন্দা মিজানুর রহমানের ছেলে।
নিহতের বাবা জানান, বাড়ির সকলের অজান্তে ঘরের মধ্যে গলায় কাপড় পেঁচিয়ে রুমি আত্মহত্যা করেছে।
নিহত রুমি খালিশপুর নয়াবাটি হাজ্বী শরিয়তউল্লাহ স্কুলের ৬ষ্ঠ শ্রেণির ছাত্র বলে জানা গেছে। খবর পেয়ে খালিশপুর থানা পুলিশ লাশ উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ময়না তদন্তের জন্য নিয়ে যায়।
জানা গেছে, এন/পি ৯৬ এর বাসিন্দা মিজানুর রহমান এর প্রথম স্ত্রী মিনারা বেগম দুই পুত্র রেখে দুই বছর আগে ব্রেইন স্ট্রোক করে মারা যায়। মিজানুর রহমান দ্বিতীয় বিবাহ করে শাবানা বেগম একজনকে। এবং তার ঘরে একটি কণ্যা সন্তান রয়েছে। প্রথম স্ত্রীর রেখে যাওয়া দুই সন্তান মিনহাজুর রহমান রুমান ও হাফিজুর রহমান রুমি কে তাদের সংসার ভালই চলছিলো। বুধবার সন্ধা সাড়ে ছয়টায় মিজান ও তার স্ত্রী নিহত হাফিজুর রহমান রুমিকে পড়ার টেবিলে বসিয়ে ছোট কণ্যাকে নিয়ে হাসপাতালে যায়।
হাসপাতালে থেকে রাত আট টায় বাসায় এসে দেখে দরজা বন্ধ। বন্ধ দরজা বার বার খোলা চেষ্টা করে ব্যর্থ হয়ে ভেঙ্গে প্রবেশ করে। এবং তারা দেখতে পায় রুমি গলায় ফাঁস দিয়ে ঝুলে আছে।
এসময় তাদের চিৎকারে আশপাশের লোকজন ছুটে আশে এবং পুলিশকে খবর দেয়।
নিহতের বড় ভাই মিনহাজুর রহমান রুমান জানান, পারিবারিক ভাবে আমরা ভঅলই ছিলাম। আজ পড়াশুনার ব্যাপারে কিছুটা বকাবকি করা হয় রুমিকে। এই কারনে অভিমান করে হয়তো সে এমন কাজ করতে পারে। আমরা সবাই হতবাক বিষয়টি নিয়ে।
সংবাদ লেখা পর্যন্ত অপমৃত্যূ মামলার প্রস্তুতি চলছে।