ফিলিস্তিনের গাজায় মুসলমানদের উপর নির্মম গণহত্যা ও নিপীড়নের প্রতিবাদে নগরের খালিশপুর পিপলস গোল চত্বরে বুধবার (৯ এপ্রিল) বিকাল ৫টায় রংধনু স্পোর্টিং ক্লাবের আয়োজনে মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে সভাপতিত্ব করেন ছাত্র নেতা মো. ফারুক হোসেন। সভাপতির বক্তব্যে তিনি বলেন, ইসরায়েলি বর্বরতার বিরুদ্ধে মুসলিম বিশ্বকে একত্রিত হয়ে রুখে দাড়াবার এখনি সময়। আমরা বাংলাদেশিরা ইহুদিদের হামলার প্রতিবাদ হিসেবে ইসরায়েলি সকল পণ্য বর্জন করলাম।
সোহেল মাহমুদের সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন, বায়তুন নূর জামে মসজিদের ইমাম মুফতি আবু বক্কর, রেজাউল করিম, রংধনু স্পোটিং ক্লাবের সাধারণ সম্পাদক সামিউল ইসলাম, মো. জাকির হোসেন।
বক্তারা বলেন, গাজায় মুসলিম ভাই-বোনদের উপর ইসরায়েলি হামলা একটি মানবতাবিরোধী অপরাধ। বিশ্ব সম্প্রদায়ের উচিত এখনই নির্দিষ্ট ও কার্যকর ভূমিকা রাখা।
এছাড়া মানববন্ধনে আরো উপস্থিত ছিলেন ছাত্র নেতা এস এম রাকিবুল হাসান, মো. ফোরকান মাস্টার, ইয়াসিন মোল্লা, শামিম হাওলাদার, যুব নেতা তরিকুল ইসলাম তাহের, আল মামুন বাবু, রাজু হোসেন, জাহিদুল ইসলাম, নুরুজ্জামানসহ এলাকাবাসী।