চ্যানেল খুলনা ডেস্কঃ খানজাহান আলী থানা গিলাতলা দক্ষিণ পাড়ায় ডাঃ সমীর কুমার দাস ও কনা দাসের এক মাত্র পুত্রের ৩য় জন্ম দিন পালিত । গত সোমবার সন্ধা ৭টায় নিজস্ব বাস ভবনে অঙ্কুরের পিতা, মাতা ,
আত্মীয় স্বজন ও প্রতিবেশীদের উপস্থিতিতে কেক কেটে জন্ম দিন পালিত হয়। এসময়ে পিতা
মাতা সাথে আরও উপস্থিত থেকে তার দির্ঘায়ু ও সুস্থতা কামনা করে আশির্বাদ করেন সৌরাজ
দত্ত, মিহির রঞ্জন বিশ্বাস, মেঘলা দাস, টুম্পা দাস, অন্তু বিশ্বাস প্রমুখ ।