সেলিম হায়দার :: ঘূর্ণিঝড় জাওয়াদের প্রভাবে গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে। গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে দেখা নেই সূর্যের। সাতক্ষীরায় রোববার মেঘলা আকাশ আর কুয়াশাচ্ছন্ন আবহাওয়া ভেদ করে দুই একবার তেজহীন সূর্যের দেখা মিললেও অধিকাংশ সময়ই মিলছে না।
একইসঙ্গে রয়েছে হিমেল হাওয়া। এর আগে গত শনিবার দিনভর সূর্যের দেখা যায়নি তালায়।
সবকিছু মিলে আবহাওয়া ধীরে ধীরে শীতলের দিকে এগিয়ে চলছে। বৃষ্টির কারণে তাপমাত্রা কমেছে। এ অবস্থার পরিবর্তন হলে শীতের তীব্রতা আরও বাড়তে পারে।
অসময়ে বৃষ্টি হওয়ায় কৃষকরা ক্ষতির আশঙ্কা করছেন। বৃষ্টির কারণে সব থেকে বেশি ভোগান্তিতে পড়েছে নিম্ন আয়ের মানুষরা। দুইদিন খেটে খাওয়া মানুষকে বেকায়দায় পড়তে হয়েছে। ভ্যানচালক কবির মোড়ল বলেন, কষ্ট হলেও বের হইছি গুড়ি গুড়ি বৃষ্টিতে। হাত-শরীর ইতোমধ্যে বরফ হয়ে গেছে।
সাতক্ষীরা আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা জুলফিকার আলী রিপন জানান, ঘূর্ণিঝড় জাওয়াদের প্রভাবে গত দুইদিন ধরে আকাশ মেঘলাসহ কোথাও কোথাও হালকা ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে। সমুদ্রবন্দরগুলোতে তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখানো হয়েছে। ঝড়ে প্রভাব কেটে গেলে আবহাওয়া আবার স্বাভাবিক হবে। তবে, আগামী দুই-এক দিন পর থেকে বাড়বে শীতের প্রকোপ।