সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা শুক্রবার , ২১শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ , ৪ঠা এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ
গুচ্ছ পদ্ধতিতে ভর্তিতে খুবি শীর্ষ স্থানে, ১০১১ জনের ভর্তি সম্পন্ন | চ্যানেল খুলনা

গুচ্ছ পদ্ধতিতে ভর্তিতে খুবি শীর্ষ স্থানে, ১০১১ জনের ভর্তি সম্পন্ন

২০২২-২০২৩ শিক্ষাবর্ষের স্নাতক/স্নাতক (সম্মান) প্রথম বর্ষে গুচ্ছ পদ্ধতিতে ভর্তির ক্ষেত্রে খুলনা বিশ্ববিদ্যালয় শীর্ষ স্থানে অবস্থান করছে। সকল প্রকার কোটাসহ মোট ১১০৯ আসনের বিপরীতে এখন পর্যন্ত ভর্তি প্রক্রিয়া সম্পন্ন করেছে ১০১১ জন শিক্ষার্থী। ২য় পর্যায়ের ভর্তির সময় বাকি আসন পূর্ণ হবে বলে আশা করছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

সোমবার (১৪ আগস্ট) ভর্তি প্রক্রিয়া শেষে এ তথ্য নিশ্চিত করেছেন রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর খান গোলাম কুদ্দুস।

তিনি জানান, খুলনা বিশ্ববিদ্যালয়ে ২৯ ডিসিপ্লিনে কোটাসহ মোট আসন ১১০৯ টি। আজ ভর্তি প্রক্রিয়া শেষে এ পর্যন্ত ১০১১ জন শিক্ষার্থী ভর্তি কার্যক্রম সম্পন্ন করেছে। নতুন ভর্তি হওয়া শিক্ষার্থীদের ক্লাস আগামী ১৬ আগস্ট থেকে শুরু হবে।

তিনি আরও জানান, গত ০৯ আগস্ট একাডেমিক কার্যক্রম সংক্রান্ত মতবিনিময় সভা করেছেন উপাচার্য প্রফেসর ড. মাহমুদ হোসেন। তিনি চলতি মাসেই ক্লাস শুরুর বিষয়টি সভায় উত্থাপন করলে সর্বসম্মতিক্রমে আগামী ১৬ আগস্ট থেকে ২০২২-২০২৩ শিক্ষাবর্ষের সকল ডিসিপ্লিনের স্নাতক/স্নাতক (সম্মান) প্রথম বর্ষের প্রথম টার্মের ক্লাস শুরুর সিদ্ধান্ত গৃহীত হয়। সভায় উপাচার্য প্রথম বর্ষে ভর্তি হওয়া শিক্ষার্থীরা যাতে র‌্যাগিংয়ের শিকার না হয় সে বিষয়ে সকলকে জিরো টলারেন্স নীতি অনুসরণ এবং র‌্যাগিং বিরোধী প্রচারণা বৃদ্ধির আহ্বান জানান।

https://channelkhulna.tv/

শিক্ষাঙ্গন আরও সংবাদ

খুবিতে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত

খুবি‌ শিক্ষার্থীকে উত্তাক্ত করা আলমগীর গ্রেপ্তার

খুবিতে জুনিয়রের বিরুদ্ধে সিনিয়রকে মারধরের অভিযোগ

পেশাগত উন্নয়নে সফট স্কিলে দক্ষতা অর্জন বর্তমান সময়ে সবচেয়ে জরুরি : উপাচার্য

একুশের চেতনা ধারণ করে ঐক্যবদ্ধভাবে দেশ গড়তে হবে

খুবিতে ২০ ব্যাচের তিন দিনব্যাপী শিক্ষাসমাপনী উৎসব শুরু

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
DMCA.com Protection Status
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।