সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা রবিবার , ৭ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ , ২২শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
গুজবে বড় পতন পুঁজিবাজারে | চ্যানেল খুলনা

গুজবে বড় পতন পুঁজিবাজারে

সপ্তাহের শেষ কার্যদিবসেও পুঁজিবাজারে বড় দরপতন হয়েছে। বৃহস্পতিবার (১৮ মার্চ) শেয়ার বিক্রির চাপে ব্যাংক-বিমা এবং আর্থিক খাতসহ সব কয়টির শেয়ারের দাম কমেছে। আগের দিন বুধবার (১৭ মার্চ) বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে বন্ধ ছিল পুঁজিবাজার।

দিন শেষে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচক কমেছে ৮১ পয়েন্ট। অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচক কমেছে ২১৭ পয়েন্ট। সূচকের পাশাপাশি কমেছে লেনদেন ও বেশিরভাগ কোম্পানির শেয়ারের দাম। ফলে টানা দুই কার্যদিবস পুঁজিবাজারে দরপতন হলো।

বাজার সংশ্লিষ্টরা বলছেন, হঠাৎ করে করোনার প্রভাব বাড়ায় বিনিয়োগকারীদের মধ্য গুজব ছড়িয়ে পড়ে যে আবারও লকডাউনে যেতে পারে দেশ। পুঁজিবাজারসহ দেশের ব্যবসা-বাণিজ্য স্থবির হয়ে পড়বে। তাই হাতে নগদ অর্থ রাখার জন্য বিনিয়োগকারীদের মধ্যে শেয়ার বিক্রির প্রবণতা দেখা যায়। পাশাপাশি আজ লেনদেন শুরুর সোয়া এক ঘণ্টা পর ডিএসইর ওয়েবসাইট হ্যাক হয়। এতে বিনিয়োগকারীরা দিশেহারা হয়ে পড়েন। ফলে পুঁজিবাজারে বড় দরপতন হয়।

ডিএসইর তথ্যমতে, বৃহস্পতিবার প্রধান সূচক ডিএসইএক্স আগের দিনের তুলনায় ৮১ দশমিক ৭১ পয়েন্ট কমে দাঁড়িয়েছে পাঁচ হাজার ৪৩৪ পয়েন্টে। শরিয়াহভিত্তিক সূচক ডিএসইএস ১৩ দশমিক ৯৭ পয়েন্ট কমে দাঁড়িয়েছে এক হাজার ২৪৭ পয়েন্টে। এছাড়া ডিএস-৩০ সূচক ৩৭ দশমিক ৯৭ পয়েন্ট কমে দাঁড়িয়েছে দুই হাজার ৭৩ পয়েন্টে।

আজ ডিএসইতে লেনদেন হয়েছে ৬৮৪ কোটি ৩৬ লাখ টাকা। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিল ৬৯৮ কোটি আট লাখ টাকা অর্থাৎ আগের দিনের চেয়ে লেনদেনের পরিমাণ কমেছে। লেনদেন হওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে দাম বেড়েছে ২৯টির, কমেছে ২৩৯টির এবং অপরিবর্তিত রয়েছে ৯২টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম।

ডিএসইতে দাম বাড়ার শীর্ষে থাকা কোম্পানিগুলো হচ্ছে- আজিজ পাইপস, লিগ্যাসি ফুটওয়্যার, স্টাইলক্রাফট, দেশবন্ধু, আরমিট, ইনটাচ, জেএমআই সিরিঞ্জ, আরমিট সিমেন্ট, পদ্মা ওয়েল ও দুলামিয়া কটন লিমিটেড।

লেনদেনের শীর্ষে থাকা কোম্পানিগুলো হচ্ছে- বেক্সিমকো, রবি আজিয়াটা, বেক্সিমকো ফার্মা, লঙ্কাবাংলা ফাইন্যান্স, লাফার্জহোলসিম, জিবিবি পাওয়ার, বাংলাদেশ সাবমেরিন ক্যাবলস, সামিট পাওয়ার, স্কয়ার ফার্মাসিউটিক্যালস ও লুব-রেফ বিডি লিমিটেড।

দেশের অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে প্রধান সূচক সিএএসপিআই ২১৭ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৫ হাজার ৭৫০ পয়েন্টে। লেনদেন হওয়া ২৩২ প্রতিষ্ঠানের মধ্যে দাম বেড়েছে ২৮টির, কমেছে ১৬০টির এবং অপরিবর্তিত রয়েছে ৪৪টির। এ বাজারে মোট লেনদেন হয়েছে ২৪ কোটি ২৫ লাখ টাকা। এর আগের কার্যদিবসে লেনদেন হয়েছিল ৩৪ কোটি ৮৬ লাখ টাকা।

https://channelkhulna.tv/

অর্থনীতি আরও সংবাদ

রূপালী ব্যাংকের এমডি ও সিইও হলেন ওয়াহিদুল ইসলাম

বেনাপোল স্থলবন্দরে আমদানি-রপ্তানি ও যাতায়াত স্বাভাবিক

মোংলা বন্দরের ৭৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

বেনাপোল স্থলবন্দরে ৯ দিনে ভারত থেকে এলো ১৩৪০ মেট্রিক টন চাল

শুল্কমুক্ত সুবিধায় ৪ দিনে ভারত থেকে ৭২৫ মেট্রিক টন চাল আমদানি

১৬ দিনে রেমিট্যান্স এলো ১৫ হাজার কোটি টাকা

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
DMCA.com Protection Status
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd
যোগাযোগঃ কেডিএ এপ্রোচ রোড (টেক্সটাইল মিল মোড়), নিউ মার্কেট, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।