প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার চাচীমা রাজীয়া নাসের এর স্মরণে জেলার ডুমুরিয়া উপজেলার গুটুদিয়া ইউনিয়ানের কমলপুর নূরাণীয়া হাফেজিয়া কওমী মাদ্রাসায় কোরআনখানি, দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।খুলনা জেলা যুবলীগ সদস্য শহীদ এস এম এ রব পুত্র এস এম আশফাকুর রহমান রাজীবের উদ্যেগে আজ বৃহস্পতিবার সকালে এই অনুষ্ঠান হয়।
এ সময়ে ওয়ার্ড আওয়ামীলীগ সভাপতি আব্দুল মজিদ তরফদারের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক কাজী নুরুল ইসলামের পরিচালনায় এক সংক্ষিপ্ত আলোচনায় বক্তৃতা করেন,আওয়ামী লীগ নেতা এসএম সুলতান আহম্মদ,আতিয়ার রহমান মোড়ল,শিশির ফোজদার,হায়দার আলী গাজী,এসএম মোরশেদ মনি জেলা যুবলীগ
নেতা আসাদুজ্জামান রিয়াজ,আকরাম গাজী,কাজী আব্দুল মজিদ,রশিদ মল্লিক,জিয়াউর রহমান খান জিয়া, আবুল কালাম মোড়ল ও মাদ্রাসা সচিব মাওলানা মো: আবু বক্কর প্রমুখ।
আলোচনা শেষে মরহুমা রাজিয়া নাসেরের আত্মার মাগফেরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
এর আগে রবপুত্র পশ্চিম গুটুদিয়া সার্বজনীন মন্দিরে ভগবত অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। এ সময় মন্দির কমিটির সভাপতি সঞ্জিব মন্ডলের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মৃত্যুজয় মন্ডলের পরিচালনায় অনুষ্ঠিত ধর্মীয় সভায় শুভেচ্ছা বক্তৃতা করেন।
এসময় কমিটির অন্যান্য নেতৃবৃন্দেও মধ্যে সঞ্জয় দেবনাথ,অসিম ফৌজদার,কমলেশ রায় উপস্থিত ছিলেন।-খবর বিজ্ঞপ্তি