চ্যানেল খুলনা ডেস্কঃ গুম-খুনের জন্য আওয়ামী লীগ সরকার একদিন মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত হবে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
শুক্রবার বিকেলে রাজধানীর বনানীতে নিখোঁজ বিএনপি নেতা এম ইলিয়াস আলীর পরিবারের সঙ্গে সাক্ষাতের পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।
ফখরুল বলেন, ‘এনফোর্স ডিজএপিয়ারেন্স- এটা সম্পূর্ণরূপে মানবতাবিরোধী একটা অপরাধ। জাতিসংঘের যে একটা চার্ট আছে সেই চার্টে পরিষ্কার করা হয়েছে -দিস ইজ এ ক্রাইম এগেনেস্ট হিউমেনেটি। আজকে এই সরকার অভিযুক্ত হবে এই ক্রাইম এগেনেস্ট হিউমিনেটির জন্য।’
তিনি বলেন, আমরা একটা জিনিসে বিশ্বাস করি, একদিন না একদিন এই মানবতাবিরোধী অপরাধের জন্য বিচার হবেই। আজকে বাংলাদেশে গণতন্ত্রহীনতা আছে, জনগণের প্রতিনিধি নেই। সত্যিকার অর্থে যেদিন জনগণের প্রতিনিধির সরকার গঠিত হবে সেইদিন এর বিচার অবশ্যই হবে।’
নিখোঁজ ব্যক্তিরা তাদের পরিবারের কাছে ফিরে আসবে –এরকম প্রত্যাশা ব্যক্ত করে মির্জা ফখরুল। তিনি বলেন, ‘আমরা তাদের পাশে আছি। ভবিষ্যতে এর একটা সুষ্ঠু বিচার হবে।’
২০১২ সালের ১৭ এপ্রিল মধ্য রাতে মহাখালীর সাউথ পয়েন্ট স্কুলের সামনে থেকে ইলিয়াস আলী ও তার গাড়ি চালককে তুলে নিয়ে যায় সাদা পোশাকধারীরা।
এর আগে বিএনপি মহাসচিব ইলিয়াস আলীর বাসায় আসেন। ইলিয়াসের স্ত্রী তাহসিনা রুশদী ও তার বড় ছেলে আবরার ইলিয়াসের সঙ্গে কথা বলেন এবং তাদের খোঁজ-খবর নেন।
ইলিয়াস আলীর দুই ছেলে এক মেয়ে। বড় ছেলে আবরার ইলিয়াস পশ্চিম ইংল্যান্ড থেকে ব্যারিস্টারি পাস করেছেন, ছোট ছেলে মো. লাবিব শারর ইংল্যান্ডের কভেন্ট্রি বিশ্বাবিদ্যালয়ে এবং ছোট মেয়ে সায়ারা নাওয়াল বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজে পড়াশোনা করছেন।