ব্যক্তিগত গোপনীয়তার নীতিমালা হালনাগাদ করেছে জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যম হোয়াটসঅ্যাপ। হোয়াটসঅ্যাপের এই কঠোর নীতিতে অসন্তুষ্ট অনেক ব্যবহারকারী।
তবে ফেসবুকের মালিকানাধীন প্রতিষ্ঠানটি বলছে, নীতি পরিবর্তন করায় ব্যবহারকারীদের কোনো সমস্যা হবে না।
নতুন নীতিমালা অনুযায়ী, হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের তথ্য ফেসবুকের সঙ্গে শেয়ার করতে হবে। তা না-হলে প্লাটফর্মটি ছাড়তে হবে সংশ্লিষ্ট গ্রাহককে।
অন্যদিকে হোয়াটসঅ্যাপ বলছে, নতুন এই নীতিমালা বন্ধু ও পরিবারের সদস্যদের সঙ্গে যোগাযোগের গোপনীয়তার ক্ষেত্রে কোনো প্রভাব ফেলবে না।
হোয়াটসঅ্যাপ আরও বলছে, হালনাগাদ যে জায়গায় হয়েছে, সেটা ব্যবসায়িক উদ্দেশ্যে হোয়াটসঅ্যাপ ব্যবহারের ক্ষেত্রে। তাও আবার ঐচ্ছিক। ব্যবহারকারীরা ব্যবসায়িক কাজে হোয়াটসঅ্যাপ ব্যবহার করলে আমরা কীভাবে উপাত্ত সংগ্রহ ও ব্যবহার করব, সে ব্যাপারে বরং আরও স্বচ্ছতা এসেছে।