সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা শুক্রবার , ৩রা জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ , ১৭ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ
গ্যাব্রিয়েলের ‘আগুন বলে’ জয়ের লক্ষ্যে উইন্ডিজ | চ্যানেল খুলনা

গ্যাব্রিয়েলের ‘আগুন বলে’ জয়ের লক্ষ্যে উইন্ডিজ

চ্যানেল খুলনা ডেস্কঃপ্রাণঘাতী করোনা ভাইরাসের কারণে সৃষ্ট পরিস্থিতির মাঝে দীর্ঘ বিরতির পর দিন কয়েক আগে মাঠে ফিরেছে ২২ গজের লড়াই। এরই ধারাবাহিকতায় ইংল্যান্ড-ওয়েস্ট ইন্ডিজের সাউদাম্পটন টেস্টে ‘আগুন বলে’ গতির ঝড় তুলেছেন শ্যানন গ্যব্রিয়েল। প্রথম ইনিংসে ৪ উইকেট তুলে নেওয়ার পর দ্বিতীয় ইনিংসে স্বাগতিক ইংল্যান্ডের ৫ উইকেট শিকার করেছেন একাই। ফলে ইংল্যান্ড অল-আউট হয়ে গেছে ৩১৩ রানে।

জয়ের জন্য রবিবার (১২ জুলাই) শেষ দিনে উইন্ডিজের টার্গেট ঠিক ২০০ রান। শেষ দিনে এই টেস্ট জিতলে করোনা পরবর্তী সময়ে দারুণ একটা চমক দেবে হালের খর্বশক্তি উইন্ডিজ।

৮ উইকেটে ২৮৪ রান নিয়ে চতুর্থ দিন শেষ করেছিল ইংল্যান্ড। তাদের দ্বিতীয় ইনিংসে দুটি পঞ্চাশোর্ধ ইনিংস আছে। ওপেনার ডম সিবলি ৫০ এবং জ্যাক ক্রাউলি করেছেন ৭৬। অধিনায়ক বেন স্টোকস ৪৬ রানে জেসন হোল্ডারের শিকার হন। পরের চার ব্যাটসম্যান দুই অংকেই পৌঁছতে পারেননি। আজ শেষদিনের শুরুতেই মার্ক উড (২) এবং জোফরা আর্চারকে (২৩) তুলে নিয়ে ইংলিশদের অল-আউট করে দেন গ্যাব্রিয়েল।

দুই ইনিংস মিলিয়ে ৬ ব্যাটসম্যানকে বোল্ড করেছেন গ্যাব্রিয়েল। ইংল্যান্ডের মাটিতে সাদা পোশাকের ক্রিকেটে মাটিতে কোনো বোলারের দ্বারা পাঁচবার স্টাম্প ভাঙার দৃশ্য দেখা গেছে প্রায় দুই যুগ আগে।

এর আগে ১৯৯৮ সালে ওভালে ৫ বার ইংলিশ ব্যাটসম্যানদের বোল্ড করেছিলেন লঙ্কান কিংবদন্তি মুত্তিয়া মুরলিধরন। সেবার তিনি ১৬ উইকেট শিকার করে দলকে অনায়াস জয় এনে দিয়েছিলেন। শেষ বেলায় অবশ্য আজও স্বস্তিতে নেই উইন্ডিজ। এই রিপোর্ট লেখা পর্যন্ত তারা ৭ রান তুলতে ১ উইকেট হারিয়েছে।

https://channelkhulna.tv/

সংবাদ প্রতিদিন আরও সংবাদ

‘দেশের মানুষের দারিদ্রের হার ১৮.৭০ শতাংশে নেমে এসেছে’

অষ্টম শ্রেণির ছাত্রীর বিয়ের আয়োজন, মায়ের কারাদণ্ড

যুবককে কুপিয়ে ইজিবাইক ছিনতাই, ৩৬ ঘণ্টা পর উদ্ধার

কুষ্টিয়ায় রেস্তোরাঁয় ঢুকে ৩ জনকে ছুরিকাঘাত

জার্মানি সফর নিয়ে প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলন শুক্রবার

ঢাকার উদ্দেশে মিউনিখ ত্যাগ করবেন প্রধানমন্ত্রী

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
DMCA.com Protection Status
উপদেষ্টা সম্পাদক: এস এম নুর হাসান জনি
ভারপ্রাপ্ত সম্পাদক: শেখ মশিউর রহমান
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২২ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com, channelkhulna.com.bd
যোগাযোগঃ কেডিএ এপ্রোচ রোড (টেক্সটাইল মিল মোড়), নিউ মার্কেট, খুলনা।
ঢাকা অফিসঃ ৬৬৪/এ, খিলগাও, ঢাকা-১২১৯।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ের তালিকাভুক্তির জন্য আবেদিত।