অনলাইন ডেস্কঃইইউ রাষ্ট্রদূত ও হেড অব ডেলিগেশন রেনসেটিরিস্ক বলেছেন গ্রামাঞ্চলে শান্তি প্রতিষ্ঠায় গ্রাম আদালতের বিকল্প নাই। দেশ সেবায় নারীদের অংশগ্রহণ করতে হলে গ্রাম আদালতে তাদেরকে অন্তর্ভুক্ত করতে হবে। তিনি আরও বলেন গ্রাম আদালতকে বেগবান করতে আমাদের সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
অপরদিকে বৃটিশ হাই-কমিশনার রবার্ট চ্যাটারটন ডিকসন বলেন গ্রাম আদালত গ্রামীন দরিদ্র জনগণের মাঝে খুব সহজে ও কম খরচে বিচারিক সেবা পৌঁছে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। এ কারণে গ্রামীন জনগোষ্ঠীর ভাগ্যোন্নয়নে গ্রাম আদালতের ভূমিকা অনস্বীকার্য।
গতকাল বৃহস্পতিবার সকালে রূপসা উপজেলার নৈহাটী ইউনিয়নের গ্রাম আদালতের কার্যক্রম পরিদর্শনকালে ইইউ রাষ্ট্রদূত রেনসেটিরিস্ক এবং বৃটিশ হাই কমিশনার রবার্ট চ্যাটারটন ডিকসন এ কথা বলেন। ইউপি চেয়ারম্যান মোঃ কামাল হোসেন বুলবুলের সভাপতিত্বে সভায় গর্ভানেন্স টিম লিডার মিস অদ্রি মাইলট, গর্ভানেন্স প্রোগ্রাম ম্যানেজার আলেকজানরু ক্যালোটা, গর্ভানেন্স প্রোজেক্ট ম্যানেজার ফিলিপ মেলিশ, স্থানীয় সরকার খুলনার পরিচালক ইশরাত জাহান, জাতীয় প্রকল্প সমন্বয়কারী সরদার এম আসাদুজ্জামান, রূপসা উপজেলা চেয়ারম্যান মোঃ কামাল উদ্দিন বাদশা, উপজেলা নির্বাহী অফিসার (অঃ দাঃ) আহম্মেদ জিয়াউর রহমান, ইউএনডিপির জেলা সমন্বয়কারী মামুনুর রশিদ খান,ওয়েব ফাউন্ডেশনের প্রকল্প সমন্বয়কারী নজরুল ইসলাম, জেলা সমন্বয়কারী শফিকুল ইসলাম প্রমুখ।