রোববার দেশটির রাজধানী অ্যাথেন্সের ভিক্টোরিয়ায় ত্রিয়ানন মিলনায়তনে কাজী মিজানুর রহমান ও মো. জাহাঙ্গীর কবিরের সঞ্চালনায় এতে সভাপতিত্ব করেন সংগঠনটির প্রধান উপদেষ্টা কাজী শফিউল ইসলাম মুকুল।
প্রধান অতিথি ছিলেন ‘বাংলাদেশ কমিউনিটি ইন গ্রিস’ এর সভাপতি আব্দুল কুদ্দুস।
বিশেষ অতিথি ছিলেন একই সংগঠনের জ্যেষ্ঠ সহ সভাপতি আহসান উল্লাহ হাসান ও ‘বাংলাদেশ চেম্বার অব কমার্স’ এর সভাপতি আরিফুর রহমান সিরাজ।
অনুষ্ঠানে আয়োজক সংগঠনটির নতুন কমিটি ঘোষণা করা হয়।
কমিটিতে পদ পেয়েছেন- সভাপতি ইমরান হাওলাদার খোকন, জ্যেষ্ঠ সহ সভাপতি মো. দেলোয়ার খান, সাধারণ সম্পাদক মো. জাকির হোসেন, সহ সভাপতি মো. আব্দুল খালেক, সহ সভাপতি মো. মনির হোসেন, সহ সভাপতি হাবিব মিয়া, সহ সভাপতি মো. লিটন, সহ সভাপতি মো. হাবিব খলিফা, সহ সভাপতি মো. মামুন, সহ সভাপতি শেখ রমজান, সহ সভাপতি হুমায়ুন আহমেদ, সহ সভাপতি সিরাজ শিকদার ও মৌসুমি পারভিন, সহ সভাপতি হারুন হাওলাদার, সহ সভাপতি মোশাররফ হোসেন, কোষাধ্যক্ষ মোহাম্মদ আকমান হোসেন, সাংগঠনিক সম্পাদক মো. বেল্লাল হোসেন ও আব্দুল আলিম বকুল, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক শেখ রুহুল আমিন ও সদস্য সচিব রাজা মুসলিম।
সাংস্কৃতিক পর্বে গান পরিবেশন করেন ‘বাংলাদেশ দোয়েল’ সাংস্কৃতিক সংগঠন ও যুক্তরাজ্য থেকে আসা শিল্পীরা।এছাড়া ছিলো প্রবাসীদের অংশগ্রহণে কবিতা আবৃত্তি, গান ও নাচ।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ‘বাগেরহাট জেলা কমিটি ইন গ্রিস’ এর সভাপতি এইচ এম জাহিদুল ইসলামসহ অ্যাথেন্স প্রবাসী বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতা-কর্মীরা।