সংবিধান প্রণেতা, সাবেক সাংসদ, সাবেক পৌর চেয়ারম্যান প্রবীন আইনজীবী এ্যাডঃ মোঃ এনায়েত আলী একটি ক্লিনিকে চিকিৎসাধীন আছেন। তার আশু রোগ মুক্তি কামনা করে বিবৃতি প্রদান করেছেন গ্লোবাল খুলনার নেতৃবৃন্দ।
বিবৃতিদাতারা হলেন, গ্লোবাল খুলনার আহ্বায়ক শাহ মামুনুর রহমান তুহিন, সদস্য সচিব রফিকুল ইসলাম চৌধুরী হাসান, প্রফেসর তাসরিনা বেগম, কোলকাতা কো অর্ডিনেটর চন্দ্রনাথ নাগ, ডাঃ হাসানুর রহমান সুমন, কানাডা কো অর্ডিনেটর শরিফুল ইসলাম, অষ্ট্রেলিয়া কো অর্ডিনেটর আনিসুর রহমান রিতু ও শেখ হাফিজুর রহমান, শামসুল কাদের মজনু, পেন্সিলভেনিয়া কো অর্ডিনেটর শাহ মোঃ আমানত, দুবাই কো অর্ডিনেটর ইঞ্জিনিয়ার মোহাম্মদ মঈনুল ইসলাম, সুইজারল্যান্ড কো অর্ডিনেটর আল মাসুদ, নেদারল্যান্ডস কো অর্ডিনেটর গোলাম রব্বানী রাজা, সিংগাপুর কো অর্ডিনেটর শেখ ইকবাল হোসেন, ফিনল্যান্ড কো অর্ডিনেটর বাপ্পী ইসলাম, ইংল্যান্ড কো অর্ডিনেটর রাসেল শাহরিয়ার, ইতালি কো অর্ডিনেটর মশিউর রহমান, আফ্রিকা কো অর্ডিনেটর ইঞ্জিনিয়ার কামরুল হুদা, কোরিয়া কো অর্ডিনেটর দাস পুষ্পক কুমার, জাপান কো অর্ডিনেটর গোলাম মাসুম জিকো, শাহ জিয়াউর রহমান স্বাধীন, ট্রেজারার শাহ আরিফুর রহমান সৈকত, কাজী সোহাগ, আল মাসুম সবুজ, কানাডা কো অর্ডিনেটর মানস মন্ডল, লেবানন কো অর্ডিনেটর নিলু মোল্লা, সাংবাদিক এইচআর তানজির, সাংবাদিক বিএইচ সজল, রাজু আহমেদ, আরিফুল হক, তানভীর সুজন, লোটাস খান সহ বিভিন্ন দেশের এবং বাংলাদেশের কো অর্ডিনেটরবৃন্দ ও উপদেষ্টাবৃন্দ।-খবর বিজ্ঞপ্তি