সারাদেশব্যাপী গণ টিকাদান কর্মসূচী চালানো ছাড়া এই দূর্যোগ থেকে মুক্তির বিকল্প নেই।
দেশব্যাপী করোনা সংক্রমন বৃদ্ধি পেয়েছে এবং সম্প্রতি ইদ উল আযহা উপলক্ষে ব্যাপক সংখ্যক মানুষ রাজধানী ঢাকা থেকে দেশের বিভিন্ন অঞ্চলে যাতায়ত করার ফলে এই সংখ্যা কয়েকগুণ বৃদ্ধি পাওয়ার আশংকা করা হচ্ছে। এই মুহুর্তে যে কোন মূল্যে প্রতিটি নাগরিককে মাষ্ক পরা নিশ্চিত করতে হবে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা সহ সকলেই বলছে মাষ্ক ব্যবহার ও নিয়মিত নিয়ম মেনে হাত ধোয়া এই ভাইরাস থেকে আমাদের রক্ষা করতে পারে। কিন্তু আমাদের উদাসীনতা বা মাষ্ক ব্যবহারে অনীহা এই ভাইরাস ছড়িয়ে পড়তে অনেক বেশী সহায়ক হয়েছে। এই মুহুর্তে প্রতিটি নাগরিককে মাষ্ক পরার ব্যাপারে কঠোর হবার জন্য প্রশাসনের প্রতি আহবান জানানো হয়। এছাড়া দ্রুততার সাথে প্রতিটি ওয়ার্ডে বিভিন্ন স্থানে বুথ স্থাপন করে, এন আই ডি কার্ড প্রদর্শন সাপেক্ষে যারা এখনো টিকা গ্রহণ করেনি, তাদেরকে টিকার আওতায় আনা ছাড়া এই মহা দূর্যোগ থেকে মুক্তির কোন বিকল্প নেই।
এছাড়াও মসজিদ, মন্দির, গীর্জা, প্যাগোডা সহ বিভিন্ন উপাসনালয়ে আল্লাহ বা সৃষ্টিকর্তার বিশেষ রহমত কামনা করার কোন বিকল্প নেই। আমাদের এই ঘনবসতির দেশে ব্যপক ভাবে সংক্রমণের তৃতীয় ঢেউ ছড়িয়ে পড়লে সেটা সামাল দেয়া খুবই কঠিন হতে পারে।
আজ গ্লোবাল খুলনার পক্ষ থেকে বিভিন্ন সংগঠন ও পথচারীদের মধ্যে মাষ্ক বিতরণ ও সচেতনতা বৃদ্ধি কার্যক্রম করা হয়। গ্লোবাল খুলনার আহবায়ক শাহ মামুনুর রহমান তুহিন আজ প্রথম দিনে বিএনপি করোনা কল সেন্টার, টীম খুলনা বিল্ড খুলনা এবং খুলনা জিলা স্কুল এলামনাই এসোসিয়েশনের স্বেচ্ছাসেবীদের জন্য মাষ্ক উপহার দেন। এসময় বিভিন্ন সংগঠনের উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।-প্রেস বিজ্ঞপ্তি