ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহ জেলা আইনজীবী সমিতির উদ্যোগে আড়াই শতাধিক ঘরবন্দি অসহায় মানুষদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে।
সোমবার (৬ এপ্রিল) সকালে জেলা আইনজীবী সমিতির কার্যালয়ের সামনে এ খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। সরকার ঘোষিত আইনের উপর জোরারোপ করে করোনা ভাইরাস সংক্রমণ থেকে বাঁচতে বিভিন্ন ধরনের সচেতন মূলক বক্তব্য ও সামাজিক দূরত্ব বজায় রাখাসহ, সেখানে সবাইকে ঘরে থাকার জন্য আহবান করা হয়।
এ সময় সেখানে উপস্থিত ছিলেন, জেলা আইনজীবী সমিতির সভাপতি খান আক্তারুজ্জামান, সরকারি কৌঁসুলি (জিপি) ঝিনাইদহ বিকাশ কুমার ঘোষ, সাধারণ সম্পাদক জাকারিয়া মিলন, সাবেক সভাপতি আজিজুর রহমান, সাবেক সহ-সভাপতি সাদাতুর রহমান হাদী।
এছাড়াও সেখানে উপস্থিত ছিলেন, আবু রওশন রিপন, গৌতম বিশ্বাস, আব্দুল জলিল, আব্দুল মান্নান-২, মাজহারুল আনোয়ার সবুজ, জাহিদুল ইসলাম, স্বপন মিত্র, আতিয়ার রহমান ও শফিকুর রহমান প্রমুখ।
ঝিনাইদহ জেলা আইনজীবী সমিতির এই মহতী উদ্যোগে খেটেখাওয়া ঘরবন্দি অসহায় মানুষগুলি অত্যন্ত খুশি, আইনজীবী সমিতির পক্ষ থেকে এই বিতরণী কাজ অব্যাহত থাকবে বলেও জানানো হয়েছে।