চ্যানেল খুলনা ডেস্কঃঘুষ চাওয়ার অভিযোগে বরিশাল জেলা ও দায়রা জজ আদালতের সেরেস্তার আব্দুল কাদেরকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। বৃহস্পতিবার বিকালে তাকে বরখাস্তের আদেশ দেন জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. রফিকুল ইসলাম। বরিশাল আদালতে একই অভিযোগে গত চার দিনে দুজন কর্মচারী বরখাস্ত হলেন।
জেলা ও দায়রা জজ আদালতের প্রশাসনিক কর্মকর্তা আব্দুল গাফফার জানান, আব্দুল কাদের সাময়িক বরখাস্তের পাশাপাশি কেন তাকে স্থায়ী বরখাস্ত করা হবে না তা জানতে ১০দিনের মধ্যে জবাব চেয়ে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। আব্দুল কাদের জেলা ও দায়রা জজ আদালতের অধীন আদালতের সেরেস্তাদার পদে কর্মরত ছিলেন।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ওই আদালতে বিচার সংক্রান্ত কাজের আনার জন্য আব্দুল কাদেরকে ঘুষ দিতে হয় সেবাপ্রত্যাশীদের। সম্প্রতি এরকম একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। তারপরই তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
উল্লেখ্য, এর আগে বরিশাল দ্রুত বিচার ট্রাইব্যুনালে একটি মামলার নকল সরবরাহের জন্য অফিস সহকারী রেখা রাণী মণ্ডলের ঘুষ চাওয়ার ভিডিও চিত্র সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। ওই ঘটনায় তাকে গত রবিবার সাময়িক বরখাস্ত করা হয়েছে।