কয়রা প্রতিনিধি :: বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটি খুলনা জেলা ইউনিট কয়রায় ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্থ ৩ গ্রামে শত পরিবারে ২০০ বান ঢেউটিন বিতরণ করেছেন। বৃহস্পতিবার বিকাল ৪ টায় গ্রাজুয়েটস হাইস্কুলে ঢেউটিন বিতরণ অনুষ্ঠানে খুলনা জেলা রেডক্রিসেন্ট সোসাইটি এর সেক্রেটারী মকবুল হোসেন মিন্টুর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার অনিমেষ বিশ^াস, বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান এসএম শফিকুল ইসলাম সহ কয়রা প্রেস কøাবের সভাপতি এসএম হারুন অর রশীদ ও অত্র প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক জিএম আওলাদ হোসেন। সংশ্লিষ্ট সূত্র জানায়, ঘূর্ণিঝড় ইয়াসে মহারাজপুর ইউনিয়নের দশালিয়া গ্রামের বেঁড়িবাঁধ ভেঙ্গে দশালিয়া, আটরা, খেজুর ডাঙ্গা ও অন্যান্য গ্রামের শত শত ঘরবাড়ী লবন পানিতে ভেসে যায়। খুলনা জেলা রেডক্রিসেন্ট সোসাইটি এবং জেলা আওয়ামীলীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ¦ শেখ হারুনর রশিদ ক্ষতিগ্রস্থ এলাকায় সংস্থার পক্ষ থেকে ঢেউটিন বিতরনের জন্য সিদ্ধান্ত নেয়। অতঃপর সংস্থার একদল ভলেন্টিয়ার দশালিয়া, আটরা ও খেজুর ডাঙ্গা ক্ষতিগ্রস্থ এমন ১০০ পরিবারে তালিকা বাড়ী বাড়ী যেয়ে প্রস্তুত করেন। জানা গেছে, দাতা সংস্থা এইচ এস বি সির সহযোগিতায় খুলনা রেডক্রিসেন্ট সোসাইটি প্রতিটি পরিবারে ২ বান করে ঢেউটিন বিতরন করেছেন। এসময় রেডক্রিসেন্ট এর জেলা ইউনিট লেভেল অফিসার তরিকুল ইসলাম, শেখ আল আমিন, মুস্তাকিম বিল্লাহ মুহিত সহ সংস্থার আব্দুল্লাহ আল মামুন রোমানা আক্তার সীমা, রুমানা ইয়াসমিন মৌ, শ্রাবণী সুলতানা ও শেখ রাব্বি উপস্থিত ছিলেন।