সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা সোমবার , ২৬শে কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ , ১১ই নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
ঘূর্ণিঝড় আম্ফানের তান্ডবে ওয়েস্ট জোন পাওয়ার ডিষ্ট্রিবিউশন কোম্পানীর ক্ষতি প্রায় ১০ কোটি টাকা | চ্যানেল খুলনা

ঘূর্ণিঝড় আম্ফানের তান্ডবে ওয়েস্ট জোন পাওয়ার ডিষ্ট্রিবিউশন কোম্পানীর ক্ষতি প্রায় ১০ কোটি টাকা

চ্যানেল খুলনা ডেস্কঃ ঘূর্ণিঝড় আম্পানের প্রভাবে খুলনা ও বরিশাল বিভাগ এবং ঢাকা বিভাগের একাংশ নিয়ে গঠিত ওয়েস্ট জোন পাওয়ার ডিষ্ট্রিবিউশন কোম্পানীর একুশ জেলায় প্রায় ১০ কোটি টাকার ক্ষতি হয়েছে। ওজোপাডিকোর ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী মো: শফিক উদ্দিন একথা জানিয়েছেন।
ওজোপাডিকোর এমডি বলেন, আম্ফানের কারণে একুশ জেলায় ৫৮১টি বৈদ্যুতিক পোল ভেঙ্গে গেছে এবং ১৭৭৬টি পোল হেলে গেছে। এছাড়া কন্ডাক্টর ছিড়ে গেছে ৪৯০ কিলোমিটার। বিতরণ ট্রান্সফরমার বিকল হয়েছে ১১৪টি, ইনসুলিটর ক্ষতিগ্রস্ত হয়েছে ৯৬৬টি, পোল ফিটিংস সেট বিকল হয়েছে ২৩০৬টি এবং ক্রনিক টানা ছিড়ে গেছে ৪৬৯টি। প্রাথমিকভাবে এ তথ্য পাওয়া গেলে ক্ষয়ক্ষতির পরিমাণ আরও বাড়তে পারে বলেও তিনি আশংকা করেছেন।
ওজোপাডিকোর ব্যবস্থাপনা পরিচালক বলেন, বুধবার রাতের ঘূর্ণিঝড় আম্পানের আঘাতে এসব বৈদ্যুতিক সরঞ্জামাদি ক্ষতিগ্রস্ত হয়। গতকাল বৃহস্পতিবার থেকে মেরামত কার্যক্রম শুরু হয়।
ওজোপাডিকোর নির্বাহী পরিচালক(প্রকৌশল) মো: আবু হাসান বলেন, বুধবার রাত ১০টার দিকে কুষ্টিয়া গ্রীডের দু’টি ট্রান্সফরমার পুড়ে গিয়ে গোটা এলাকা বিদ্যুৎবিহীন হয়ে পড়ে। এজন্য গতকাল বৃহস্পতিবার পর্যন্ত কুষ্টিয়া জেলা শহরে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করা সম্ভব হয়নি। এছাড়া একইসাথে আলমডাঙ্গা, কালিগঞ্জ, কোটচাঁদপুর, মহেশপুর ও কুমারখালি এই পাঁচটি উপজেলা শহরে গতকাল দিনভর বিদ্যুৎবিহীন ছিল। গতকাল দিনভর কাজ করে ওইসব এলাকার বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করার চেষ্টা করা হয়। রাত ১০টা নাগাদ পরিস্থিতি স্বাভাবিক হওয়ার আশা করা হলেও কয়েকটি জায়গায় তা সম্ভব হয়নি। তবে আজ শুক্রবার সকালের মধ্যে সব এলাকার বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থা স্বাভাবিক হতে পারে বলে তিনি আশা করছেন। এছাড়া কুষ্টিয়া শহরে বিকল্প ব্যবস্থায় অর্থাৎ ফরিদপুর এবং ভেড়ামারা থেকে বিদ্যুৎ নেয়ার চেষ্টা চলছে বলেও তিনি জানান।

https://channelkhulna.tv/

সংবাদ প্রতিদিন আরও সংবাদ

কাকরাইল মসজিদে সাদপন্থিদের ঢুকতে দেওয়া হবে না তাবলিগ জামাত

কালীগঞ্জে ভারতীয় গরু আনতে গিয়ে যুবক আটক

পাটের ব্যাগ পুনরায় সর্বত্র চালুর উদ্যোগ নিয়েছি : সাখাওয়াত

হাবিবের স্বপ্ন বড় আলেম হওয়ার, দোয়া নিতে চায় শায়খ আহমাদুল্লাহর

রাতে রাজধানীতে মাদকসহ নারী আটক

এসবি, পিবিআই ও শিল্প পুলিশে নতুন প্রধান

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
DMCA.com Protection Status
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd
যোগাযোগঃ কেডিএ এপ্রোচ রোড (টেক্সটাইল মিল মোড়), নিউ মার্কেট, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।