সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা শনিবার , ৪ঠা জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ , ১৮ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ
ঘূর্ণিঝড় মিধিলি'র প্রভাবে ব্যহত জনজীবন ; প্রশাসনের ব্যাপক প্রস্তুতি গ্রহণ | চ্যানেল খুলনা

ঘূর্ণিঝড় মিধিলি’র প্রভাবে ব্যহত জনজীবন ; প্রশাসনের ব্যাপক প্রস্তুতি গ্রহণ

ঘূর্ণিঝড় মিধিলি মোকাবিলায় ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছে পাইকগাছা উপজেলা প্রশাসন। শুক্রবার (১৭ নভেম্বর) সকালে উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির জরুরি সভায় দুর্যোগ মোকাবেলায় নিয়ন্ত্রণ কক্ষ খোলা সহ গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়। উপজেলা চেয়ারম্যান আনোয়ার ইকবাল মন্টু’র সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আল-আমিন সহ জনপ্রতিনিধি, সরকারি কর্মকর্তা, রেডক্রিসেন্ট, সিপিপি ও এনজিও প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ইমরুল কায়েস জানান, সভায় ঘূর্ণিঝড় মিধিলি মোকাবিলায় নিয়ন্ত্রণ কক্ষ খোলা সহ গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়।

প্রত্যন্ত এলাকায় দুর্যোগ ঝুঁকি এড়াতে কাজ শুরু করা হয়েছে বলে রেডক্রিসেন্ট কর্মকর্তা ইলিয়াস শাহ জানান। উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আল-আমিন জানান, পূর্ব প্রস্তুতি হিসেবে ৬০ হাজার মানুষের ধারণ ক্ষমতা সম্পন্ন ১০৮টি সাইক্লোন শেল্টার প্রস্তুত রাখা সহ, পর্যাপ্ত শুকনো খাবার মজুদ রাখা হয়েছে। দুর্যোগ মোকাবেলায় দুই হাজার সিপিপি এবং অন্যান্য সেচ্ছাসেবকরা কাজ করছে এবং সাধারণ মানুষ কে নিরাপদ আশ্রয়ে নেওয়ার জন্য বিভিন্ন যানবাহন ও ট্রলার প্রস্তুুত রয়েছে বলে উপজেলা চেয়ারম্যান আনোয়ার ইকবাল মন্টু জানান।

এদিকে ঘূর্ণিঝড় মিধিলি’র প্রভাবে শুক্রবার দিনভর এলাকায় থেমে থেমে গুড়ি গুড়ি, হালকা এবং মাঝারি ধরনের বৃষ্টি হয়। এতে সড়কের নীচু জায়গায় পানি জমে চলাচলে মানুষের কিছুটা ভোগান্তি হয়। বৃষ্টি ও ঝড়ো বাতাসে কোথাও কোথাও আমন ফসলের ক্ষতি হয়। এছাড়া ঘূর্ণিঝড় মিধিলি’র প্রভাবে উপকূলীয় জনপদের মানুষের স্বাভাবিক জীবনযাত্রা ব্যহত হয়।

https://channelkhulna.tv/

খুলনা আরও সংবাদ

ইসরাইলের বিরুদ্ধে লড়াই করার জন্য রাষ্ট্রীয়ভাবে প্রেরণের ব্যবস্থা করতে হবে : মাওঃ আব্দুল আউয়াল

পাইকগাছায় গাছ কাটতে গিয়ে বিদ্যুৎস্পর্শে যুবকের মৃত্যু

জেলা পর্যায়ে এডভোকেসি নেটওয়ার্ক কমিটির সদস্যদের শিখন বিনিময় কর্মশালার

সাংবাদিক জলিলের বোনের মৃত্যুতে সিআরইউকে এর শোক বিবৃতি

ভয়াবহ নদী ভাঙনের কবলে দাকোপে কালাবগী মডেল বাজার

খুবির দুই কর্মকর্তা-কর্মচারীকে শুদ্ধাচার সম্মাননা প্রদান

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
DMCA.com Protection Status
উপদেষ্টা সম্পাদক: এস এম নুর হাসান জনি
ভারপ্রাপ্ত সম্পাদক: শেখ মশিউর রহমান
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২২ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com, channelkhulna.com.bd
যোগাযোগঃ কেডিএ এপ্রোচ রোড (টেক্সটাইল মিল মোড়), নিউ মার্কেট, খুলনা।
ঢাকা অফিসঃ ৬৬৪/এ, খিলগাও, ঢাকা-১২১৯।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ের তালিকাভুক্তির জন্য আবেদিত।