সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা রবিবার , ৭ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ , ২২শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের জন্য সুখবর; ফিরছেন অধিনায়ক | চ্যানেল খুলনা

চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের জন্য সুখবর; ফিরছেন অধিনায়ক

চ্যানেল খুলনা ডেস্কঃবঙ্গবন্ধু বাংলাদেশ প্রিমিয়ার লিগের উদ্বোধনী ম্যাচে সিলেট থান্ডারকে হারিয়ে মিশন শুরু করেছিল চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। তবে দ্বিতীয় ম্যাচে এসে ধাক্কা খায় মাহমুদউল্লাহ রিয়াদের দলটি। যদিও দুই ম্যাচের একটিতেও ছিলেন না তিনি। পুরোপুরি ফিট না থাকায় খেলানো হয়নি তাকে। তবে চ্যালেঞ্জার্সদের জন্য সুখবর দিয়েছেন দলের ম্যানেজার ফাহিম মুনতাসির।

চোট কাটিয়ে সম্পূর্ণরূপে ফিট হয়ে ওঠেছেন চট্টগ্রামের কাপ্তান মাহমুদউল্লাহ। শনিবার (১৪ ডিসেম্বর) রংপুর রেঞ্জার্সের বিপক্ষে ম্যাচ দিয়ে মাঠে ফেরবেন এই অলরাউন্ডার। সঙ্গে দলের নেতৃত্বভারও সামাল দেবেন অভিজ্ঞ এই ক্রিকেটার।

টানা দুই দিন খেলার পর আজ কোনো ‌ম্যাচ ছিল না চট্টগ্রামের। তবে বিশ্রামে ছিলেন না চ্যালেঞ্জার্সরা। শুক্রবার বিকেলে মিরপুরের একাডেমিতে অনুশীলনে আসে চট্টগ্রাম দল। অনুশীলন শেষে দলের ম্যানেজার ফাহিম মুনতাসির বলেন, `রিয়াদ ফিটনেস টেস্টে পাশ করেছে। আমরা তার রিপোর্ট হাতে পেয়েছি। আগামী ম্যাচ থেকে মাঠে ফিরবে। দলের জন্য খুবই ভালো খবর এটি।

`পরবর্তী ম্যাচের জন্য একে একে পরিকল্পনা সাজিয়েছি। রংপুরের বিপক্ষে খেলা। আগের দিনটি আমাদের পক্ষে ছিল না। আশা করছি দল খুব ভালোভাবে ঘুরে দাঁড়াবে।’ যোগ করেন মুনতাসির।

রিয়াদ মাঠে ফেরায় দলে আত্মবিশ্বাস বাড়বে বলে মনে করছেন জুয়ায়ের হোসেন লিখন। অভিজ্ঞ এই ক্রিকেটারের সঙ্গে দলও ভালোভাবে ঘুরে দাঁড়াবে বলে আশাবাদী এই লেগ স্পিনার।

লিখন বলেন, `রিয়াদ ভাই ফিরে আসাটা আমাদের জন্য অনেক বড় পাওয়া হবে, যেহেতু আগের ম্যাচে হেরেছি। তিনি ফিরবেন, ভালো করবেন, দলও ঘুরে দাঁড়াবে সেই আশায় আছি। রিয়াদ ভাই আজ ব্যাটিং করলো, বোলিং, ফিল্ডিং মিলিয়ে খুব ফিটই লেগেছে।

ভারতের বিপক্ষে দিবারাত্রির টেস্টে ব্যাটিং করার সময় হ্যামস্ট্রিংয়ে চোট পান মাহমুদউল্লাহ রিয়াদ। যে কারণে এতোদিন মাঠের বাইরে ছিলেন এই অলরাউন্ডার। এবার বিপিএল দিয়ে মাঠে ফিরতে যাচ্ছেন তিনি।

https://channelkhulna.tv/

সংবাদ প্রতিদিন আরও সংবাদ

ঢাকা মেডিকেল থেকে ‘ভুয়া নারী চিকিৎসক’ আটক

সাবেক আইজিপি ও কেএমপি কমিশনারসহ ১৯ জনের বিরুদ্ধে মামলা

আদালত চত্বরে সাবেক মন্ত্রী নারায়ণ চন্দ্রের ওপর ডিম নিক্ষেপ

আমির হোসেন আমু গ্রেপ্তার

কাকরাইল মসজিদে সাদপন্থিদের ঢুকতে দেওয়া হবে না তাবলিগ জামাত

কালীগঞ্জে ভারতীয় গরু আনতে গিয়ে যুবক আটক

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
DMCA.com Protection Status
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd
যোগাযোগঃ কেডিএ এপ্রোচ রোড (টেক্সটাইল মিল মোড়), নিউ মার্কেট, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।