জাপানের কোবে বন্দর থেকে আরও ৪টি বগি ও ২টি ইঞ্জিন নিয়ে চতুর্থ দফায় মোংলা বন্দরে ভিড়েছে বিদেশী জাহাজ এম,ভি প্রেসার্স কোরাল। জাহাজটি রবিবার (১২ সেপ্টেম্বর) বিকেল ৫টার দিকে বন্দর জেটিতে ভিড়ে। এরপর বন্দর ও কাস্টমস কর্তৃপক্ষসহ সংশ্লিষ্ট দপ্তরের কাগজপত্রের কাজ সম্পন্ন হওয়ার পর জাহাজ থেকে বগি ও ইঞ্জিন নামানোর কাজ শুরু হয়। জাহাজ থেকে সরাসরি বার্জে (নৌযান) এ বগি ও ইঞ্জিন খালাস করা হচ্ছে। খালাস শেষে এগুলো নদী পথেই ঢাকার উত্তরার দিয়াবাড়ীতে ডিপোতে নেয়া হবে বলে জানিয়েছেন বিদেশী জাহাজ এম,ভি প্রেসার্স কোরালথর স্থানীয় শিপিং এজেন্ট এনসিয়েন্ট স্টিম শিপ কোম্পানী লিমিটেডের জেনারেল ম্যানেজার মোঃ ওহিদুজ্জামান।
তিনি বলেন, চতুর্থ দফায় আসায় ৪টি বগি ও ২টি ইঞ্জিনের সাথে আনুষাঙ্গিক আরো সরঞ্জামাদিও রয়েছে।
মোংলা বন্দর কর্তৃপক্ষের হারবার মাষ্টার কমান্ডার শেখ ফখরউদ্দীন বলেন, এর আগে গত ৩১ মার্চ এম,ভি এস,পি,এন ব্যাংকক জাহাজে ৬ টি, ৫ মে এম,ভি ওশান গ্রেস জাহাজে ৬টি বগি ও ২০ জুলাই এম,ভি হরিজন-৯ জাহাজে ১০টি বগি ও ২টি ইঞ্জিন খালাস হয়েছে এ বন্দর দিয়ে। আর রবিবার (১২ সেপ্টেম্বর) আরও ৪টি বগি ও ২টি ইঞ্জিন নিয়ে এম,ভি প্রেসার্স কোরাল মোংলা বন্দরে ভিড়েছে।