চাঁদা দাবির সুনির্দিষ্ট অভিযোগের প্রেক্ষিতে তেরখাদা উপজেলা বিএনপি’র যুগ্ম-আহবায়ক বাবু মোল্লা, সদস্য ফেরদৌস মেম্বার, গাউস মোল্লা ও রবিউল ইসলাম লাকুকে শোকজ করা হয়েছে। বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) খুলনা জেলা বিএনপি’র আহবায়ক আমীর এজাজ খান ও সদস্য সচিব এসএম মনিরুল হাসান বাপ্পী যৌথ স্বাক্ষরে কারণদর্শাও নোটিশ দেয়া হয়।
কারণদর্শাও নোটিশে বলা হয়েছে, শেখ হাসান আল মামুন নামের জনৈক ব্যক্তিকে মারধর করে মুক্তিপণ হিসেবে ১৩ লাখ টাকা চাঁদা দাবি করেন। দুই লাখ টাকা সোনালী ব্যাংকের মাধ্যমে এবং বাকি ১১ লাখ টাকার জন্য চাপ প্রয়োগ অব্যাহত রাখেন। বিষয়টি হাসান আল মামুন খুলনা জেলা বিএনপির আহবায়ক ও সদস্য সচিব বরাবর লিখিত অভিযোগ করেছেন। এটি সুস্পষ্টভাবে দলীয় শৃঙ্খলা পরিপন্থী কর্মকান্ড। কেন তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে না তিনদিনের ভিতর লিখিত জবাব খুলনা জেলা বিএনপি’র আহবায়ক ও সদস্য সচিব বরাবরে অথবা ৬নং কে.ডি ঘোষ রোডস্থ বিএনপির দলীয় কার্যালয়ে প্রেরণ করার জন্য নির্দেশ দেয়া হয়েছে।