সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা শুক্রবার , ১৩ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ , ২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ
চাকরির প্রস্তুতির পেছনে শিক্ষার্থীরা সময় দিচ্ছে বেশি, শিক্ষার মূল উদ্দেশ্য ব্যাহত হচ্ছে : উপাচার্য | চ্যানেল খুলনা

চাকরির প্রস্তুতির পেছনে শিক্ষার্থীরা সময় দিচ্ছে বেশি, শিক্ষার মূল উদ্দেশ্য ব্যাহত হচ্ছে : উপাচার্য

সোমবার সকাল ৯টায় খুলনা বিশ্ববিদ্যালয়ের আচার্য জগদীশচন্দ্র বসু একাডেমিক ভবনের সাংবাদিক লিয়াকত আলী মিলনায়তনে ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেলের (আইকিউএসি) উদ্যোগে প্রথম বর্ষে ভর্তিকৃত শিক্ষার্থীদের ৫ দিনব্যাপী একাডেমিক কাউন্সিলিং এন্ড মোটিভেশন শীর্ষক কর্মশালা শুরু হয়েছে। এ কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপাচার্য প্রফেসর ড. মাহমুদ হোসেন।
তিনি বলেন, শিক্ষার্থীদের মননে এখন চাকরির জন্যই লেখাপড়া ও প্রস্তুতির বিষয়টি ভর করেছে। যে কারণে স্নাতক, মাস্টার্স পর্যায়ের শিক্ষার্থীরা বা উত্তীর্ণ গ্র্যাজুয়েটরা চাকরির প্রস্তুতিতে সময় দিচ্ছে বেশি। ফলে শিক্ষার মূল উদ্দেশ্য মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। শিক্ষালাভের মূল উদ্দেশ্যই এখন হয়ে উঠেছে চাকরি পাওয়া। যে কারণে নতুন প্রজন্মের সামনে এখন শিক্ষালাভের লক্ষ্য ও উদ্দেশ্য সীমাবদ্ধ হয়ে পড়েছে, যা ভবিষ্যতের জন্য মোটেই আশাব্যঞ্জক নয়। তিনি আরও বলেন, শিক্ষার মূল উদ্দেশ্য হচ্ছে জ্ঞান লাভ এবং সে জ্ঞান বহুমুখী ক্ষেত্রে ব্যবহার করা। নতুন নতুন উদ্ভাবন ও সৃজনশীল কিছু করা। মানবিক মূল্যবোধ সম্পন্ন মানুষ হওয়া ও চ্যালেঞ্জ মোকাবেলা করে দিকনির্দেশনা প্রদান। উপাচার্য চাকরির পেছনে না ছুটে প্রকৃত শিক্ষা অর্জন ও নিজের যোগ্যতা, দক্ষতার প্রমাণ রাখার আহ্বান জানান। নিজেরাই যাতে উদ্যোক্তা হয়ে চাকরি দিতে পারে সে পরামর্শ দেন।
উপাচার্য আরও বলেন, খুলনা বিশ্ববিদ্যালয়ে আমরা এমন গ্র্যাজুয়েট তৈরি করতে চাই যারা যেকোনো চ্যালেঞ্জ মোকাবেলায় সক্ষম হবে। তিনি নবাগত শিক্ষার্থীদের শিক্ষা ও গবেষণাসহ এ বিশ্ববিদ্যালয়ের শিক্ষাজীবনকে কাজে লাগিয়ে মানবিক মূল্যবোধ সম্পন্ন মানুষ হয়ে দেশ, জাতি, সমাজ ও পরিবারের প্রত্যাশা পূরণে অবদান রাখার আহ্বান জানান। অনুষ্ঠানে উপাচার্য রিসোর্স পারসন হিসেবে ‘কী টু সাকসেস ইন হায়ার এডুকেশন’ শীর্ষক একটি সেশন উপস্থাপন করেন।
আইকিউএসির পরিচালক প্রফেসর ড. মোহাম্মদ জিয়াউল হায়দারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিজ্ঞান, প্রকৌশল ও প্রযুক্তিবিদ্যা স্কুলের ডিন (চলতি দায়িত্ব) প্রফেসর ড. মোঃ শামীম আহসান। স্বাগত বক্তব্য রাখেন আইকিউএসির অতিরিক্ত পরিচালক প্রফেসর ড. মো. মতিউল ইসলাম।
কর্মশালার প্রথম দিনে বিজ্ঞান, প্রকৌশল ও প্রযুক্তিবিদ্যা স্কুলের আওতাধীন ৬টি ডিসিপ্লিনের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। কর্মশালায় ‘কী টু সাকসেস ইন হায়ার এডুকেশন’, ‘টিচিং লার্নিং অ্যাপ্রোচেস ইন হায়ার এডুকেশন’, ‘এডুকেশন সিস্টেম, রুলস এন্ড রেগুলেশন্স’, ‘এক্সেস টু রিসোর্স, ইনফরমেশন এন্ড টেকনোলজি ইন কেইউ’ এবং ‘স্টুডেন্ট অ্যাফেয়ার্স ইন কেইউ’ শীর্ষক পাঁচটি সেশন অনুষ্ঠিত হয়।
কর্মশালাটির মাধ্যমে বিশ্ববিদ্যালয়ে প্রথমবর্ষে ভর্তিকৃত নবাগত শিক্ষার্থীদের উচ্চশিক্ষায় সফলতা অর্জনের বিভিন্ন দিক, বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন নিয়মকানুন, নীতি-নৈতিকতা, মূল্যবোধ, শিষ্টাচার, বিশ্বায়নের চ্যালেঞ্জ মোকাবেলার প্রস্তুতিসহ বিভিন্ন দিকে আলোকপাত করা হয়।

https://channelkhulna.tv/

শিক্ষাঙ্গন আরও সংবাদ

খুবির প্রিন্টমেকিং ডিসিপ্লিনের সিনিয়র শিক্ষক বেবী সুলতানার বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

খুবিতে যথাযথ মর্যাদায় ঐতিহাসিক ৭ই মার্চ জাতীয় দিবস পালন

শিক্ষা-গবেষণায় খুবি ও জবি’র মধ্যে পারস্পরিক সহযোগিতার দ্বার উন্মোচন

প্রধানমন্ত্রীর দূরদর্শী নেতৃত্বে কোভিড মহামারীতেও দেশের অর্থনীতি ছিল স্থিতিশীল : জবি উপাচার্য

খুবিতে আন্তর্জাতিক সম্মেলন শেষে প্রকৃতি ও প্রাকৃতিক সম্পদ রক্ষায় ৭ দফা সুপারিশ

জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবেলায় দীর্ঘমেয়াদি পরিকল্পনা প্রণয়ন করেছে সরকার : ভূমিমন্ত্রী

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
DMCA.com Protection Status
উপদেষ্টা সম্পাদক: এস এম নুর হাসান জনি
ভারপ্রাপ্ত সম্পাদক: শেখ মশিউর রহমান
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২২ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com, channelkhulna.com.bd
যোগাযোগঃ কেডিএ এপ্রোচ রোড (টেক্সটাইল মিল মোড়), নিউ মার্কেট, খুলনা।
ঢাকা অফিসঃ ৬৬৪/এ, খিলগাও, ঢাকা-১২১৯।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ের তালিকাভুক্তির জন্য আবেদিত।