আন্তর্জাতিক ডেস্কঃপ্রাণঘাতী করোনাভাইরাসের তাণ্ডবে বিপর্যস্ত পুরো বিশ্ব। প্রতিদিনই লাফিয়ে লাফিয়ে বাড়ছে মৃত্যু ও আক্রান্তের সংখ্যা। দেশে দেশে চলছে লকডাউন। এখনো আবিষ্কার হয়নি এই মহামারীর কোনও প্রতিষেধক। যুক্তরাষ্ট্রসহ বেশ কয়েকটি রাষ্ট্র এই ভাইরাস ছড়ানোর জন্য চীনকে দায়ী করে আসছে। এতে বেশ চাপেই রয়েছে বেইজিং। এর মধ্যে আশার বাণী শোনালেন শটির প্রেসিডেন্ট শি জিনপিং।
তিনি সোমবার জাতিসংঘের স্বাস্থ্যবিষয়ক বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) অনলাইন অধিবেশনে অংশ নিয়ে একে ঘোষণা বলেন, করোনাভাইরাসের ভ্যাকসিন চীন তৈরি করতে পারলে তা বিশ্বের জনসাধারণের মঙ্গলের জন্য সবাইকে দেয়া হবে। বিশ্বের উন্নয়নশীল দেশগুলোর জন্যও এই ভ্যাকসিন সহজলভ্য করা এবং ক্রয়ক্ষমতার মধ্যে রাখার ব্যবস্থা নেবে চীন।
উল্লেখ্য, অনেক দেশেই জোর গবেষণা চলছে ভ্যাকসিন আবিষ্কারের। চীনে করোনার সম্ভাব্য পাঁচটি ভ্যাকসিন ট্রায়ালে রয়েছে। এর আগে গত সপ্তাহে চীনের জাতীয় স্বাস্থ্য কমিশনের উপপরিচালক জেং ইয়াইসিন বলেন, আরও বেশ কয়েকটি ভ্যাকসিন পাইপলাইনে আছে। এই ভ্যাকসিনগুলো মানবদেহে ট্রায়ালের অপেক্ষায় রয়েছে। সূত্র: এএফপি, রয়টার্স।