চামড়া ব্যবসায়িদের সিন্ডিকেট ভাঙ্গার আহবান জানিয়েছেন ইত্তেফাক মহাসচিব
প্রেস বিজ্ঞপ্তি :: ১৯ জুলাই রবিবার বিকাল ৫ টায় ইত্তেফাকুল মুসলিমীন বাংলাদেশ খুলনা মহানগর শাখার এক মতবিনিময় সভা মুফতী জাকির হুসাইন এর সভাপতিত্বে ও মুফতী শেখ আমীরুল ইসলাম এর পরিচালনায় মারকাজ মিলনায়তনে অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি ছিলেন ইত্তেফাকুল মুসলিমীন বাংলাদেশ-এর মহাসচিব মুফতী আব্দুল্লাহ ইয়াহইয়া। প্রধান অতিথি তার বলেন কুরবানির পশুর চামড়া হলো গরীব ও ইয়াতিমদের হ্ক, কিন্তু ব্যবসায়িদের কারসাজি ও সিন্ডিকেটের কারনে চামড়ার দাম নেই বললেই চলে। এ অবস্থা থেকে চামড়ার ন্যায্যমূল্যের জন্য প্রধানমন্ত্রী ও বানিজ্যমন্ত্রীর হস্থখেপ কামনা করেন। সাথে সাথে আগামীকাল একই ইসুতে জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদ খুলনা মহানগর শাখার মানববন্ধনে সকলকে উপস্থিত হওয়ার বিশেষ আহবান জানান। উপস্থিত ছিলেন তারবিয়াতুল বানাত মাদরাসার মুহতামিম মুফতী মাশহুদুর রহমান, আইম্মা পরিষদ খুলনা মহানগর সাংগঠনিক সম্পাদক মুফতী আলী আহমাদ, মসজিদে কুবার ইমাম ও খতীব মুফতী আব্দুল্লাহ, হাফেজ মাওলানা জাফর আহমাদ, মুফতী হুমায়ুন কবীর, মুফতী ইব্রাহিম খলিল, মাওলানা আসাদুজ্জামান, মাওলানা সালাহউদ্দিন, মাওলানা কারী আব্দুল্লাহ আল মামুন, মুফতী আবুল খায়ের প্রমূখ নেতৃবৃন্দ।