আন্তর্জাতিক ডেস্কঃপাকিস্তান ও ইরান চারটি সীমান্ত হাট চালুর সিদ্ধান্ত নিয়েছে। শনিবার (৩০ নভেম্বর) ইরান সফররত পাকিস্তানি প্রতিনিধি দলের প্রধান রেজা বালুচ এ তথ্য জানিয়েছেন। ইতোমধ্যে এ ব্যাপারে উভয় দেশের মধ্যে চুক্তিও সম্পন্ন হয়েছে বলে জানিয়েছেন তিনি। খবর ‘ইরনা’।এ বিষয়ে রেজা বালুচ বলেন, সীমান্ত হাট চালুর ব্যাপারে ইরান ও পাকিস্তান কাজ করছে। ইতোমধ্যে দুটি দেশের মধ্যে এ সংক্রান্ত একটি চুক্তিও সম্পন্ন হয়েছে। খুব শিগগিরই চালু হবে এসব হাট।এ দিকে ইরানের সিস্তান ও বেলুচিস্তান প্রদেশের শ্রম ও সমাজকল্যাণ বিষয়ক সংস্থার প্রধান নাদের মিরাশকার জানিয়েছেন, পাকিস্তানি প্রতিনিধি দলের সঙ্গে দুই দিনব্যাপী আলোচনা হয়েছে। উভয় দেশের সীমান্তবর্তী এলাকায় চারটি হাট চালু করার ব্যাপারে একমত হয়েছে পাকিস্তান।
পাকিস্তান হচ্ছে ইরানের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় প্রতিবেশী দেশ। বিশাল সীমান্ত রয়েছে এ দুটি দেশের মধ্যে।