ক্রীড়া ডেস্কঃএবারের বিপিএলে দ্বিতীয় সেঞ্চুরি তুলে নিলেন ডেভিড মালান। কুমিল্লা ওয়ারিয়র্সের এ ব্যাটসম্যান চট্টগ্রাম পর্বের শেষ ম্যাচে রাজশাহী রয়্যালসের বিপক্ষে ৫৪ বলে ঠিক ১০০ রান করে অপরাজিত থাকেন। তার এ সেঞ্চুরির কল্যাণে ২০ ওভারে ১৭০ রান করতে পারে কুমিল্লা।
ম্যাচে টসে জিতে কুমিল্লাকে ব্যাটিংয়ে পাঠান রাজশাহীর অধিনায়ক আন্দ্রে রাসেল। কুমিল্লার হয়ে ইনিংস উদ্বোধন করতে আসেন রাজাপাকসে ও ডেভিড মালান। তবে রাজাপাকসে ১০ রান করেই আউট হয়ে যান। এরপর সাব্বির, সৌম্য, শানাকারাও ব্যর্থ হয়। তবে একপাশ আগলে রাখেন মালান। বাকিদের ব্যর্থতার দিনে একাই লড়ে যান তিনি। ঠিক ১০০ রানে অপরাজিত থাকেন মালান। কুমিল্লার ইনিংসে মালান একাই ৫৪ বলে যোগ করেন ১০০ রান, আর বাকি ৮ ব্যাটসম্যান ৬৭ বলে স্কোরবোর্ডে যোগ করেন ৭০ রান।
মালান সেঞ্চুরি করতে হাঁকান ৯টি চার ও ৫টি ছয়। এছাড়া ১৮৫.১৯ স্ট্রাইক রেটে এ রান করেন মালান। বঙ্গবন্ধু বিপিএলে এটি দ্বিতীয় সেঞ্চুরি। এর আগে টুর্নামেন্টের ১৫তম ম্যাচে সেঞ্চুরির দেখা পেয়েছেন ক্যারিবিয়ান ক্রিকেটার আন্দ্রে ফ্লেচার।
বিপিএলের সব আসর মিলিয়ে এনিয়ে সেঞ্চুরির সংখ্যা দাঁড়াল ২০টিতে। এ টুর্নামেন্টের প্রথম সেঞ্চুরিটি আসে ক্যারিবীয় ব্যাটিং দানব ক্রিস গেইলের ব্যাট থেকে। টুর্নামেন্টটির সর্বোচ্চ সেঞ্চুরিয়ানও গেইল। তার সেঞ্চুরির সংখ্যা পাঁচটি।
এছাড় দেশি প্লেয়ারদের সেঞ্চুরির সংখ্যা চারটি। প্রথম সেঞ্চুরিটি করেন খুলনার ব্যাটসম্যান শাহরিয়ার নাফীস (১০২*), জাতীয় দলের সাবেক অধিনায়ক মোহাম্মদ আশরাফুল ঢাকার হয়ে করেন দ্বিতীয় সেঞ্চুরি (১০৩*), ২০১৫ সালে সাব্বির রাজশাহীর হয়ে করেন তৃতীয় সেঞ্চুরি (১২২)। সবশেষ চলতি বছরে অনুষ্ঠিত ষষ্ঠ আসরের ফাইনালে কুমিল্লার হয়ে ১৪১ রানের অপরাজিত ইনিংস খেলেন তামিম ইকবাল।