চার দফা দাবিতে রাজধানীর শাহবাগে থেকে আটক চার পলিটেকনিক শিক্ষার্থীকে কারাগারে পাঠিয়েছেন আদালত।
সোমবার (০৮ ফেব্রুয়ারি) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট বাকী বিল্লাহ শুনানি শেষে কারাগারে পাঠানোর এ আদেশ দেন।
কারাগারে যাওয়া চার শিক্ষার্থী হলেন- মেহেদী হাসান রিমন (২০), নাওয়াহির আলম দিহান (২০), শহিদুল ইসলাম সোহেল (১৮) ও মো. হিমেল উদ্দিন (২২)। এছাড়া জান্নাতুল ফেরদৌস (২২) নামে একজনকে জামিন দেন একই আদালত।
এই পাঁচজনকে সোমবার আদালতে হাজির করে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত কারাগারে রাখার আবেদন করেন নীলক্ষেত পুলিশ ফাঁড়ির ইনচার্জ ও পুলিশের উপ-পরিদর্শক রইচ উদ্দিন।
আদালতে জামিন আবেদনের পক্ষে শুনানি করেন আইনজীবী সৈয়দ মো. জয়নুল আবেদীন মেসবাহ।
তিনি জানান, পাঁচ জনের পক্ষেই জামিন আবেদন করা হয়েছিল। নারী হিসেবে আদালত একজনকে জামিন দিয়েছেন। বাকি চারজনের জামিন আবেদন শুনানির জন্য মঙ্গলবার দিন রেখে তাদের কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন।
তাদের বিরুদ্ধে শাহবাগ থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়। অভিযোগে বলা হয়, রোববার (০৮ ফেব্রুয়ারি) দুপুর একটার দিকে দেড় থেকে দুইশ জন পুলিশের ব্যারিকেড ভেঙে শাহবাগে রাস্তা বন্ধ করে বসে যায়। তারা এ সময় উস্কানিমূলক শ্লোগান, পুলিশের কাজে বাঁধাদান লাঠিসোটা দিয়ে আক্রমণসহ ইটপাটকেল নিক্ষেপ করে। এর মাধ্যমে তারা ফৌজদারি কার্যবিধির ১৫১ ধারার অপরাধ করে। এ সময় যান চলাচল নিশ্চিত করতে তাদের ছত্রভঙ্গ করে। সেখান থেকে তাদের আটক করা হয়।