বাগেরহাটের চিতলমারীতে মুজিববর্ষ উপলক্ষে ৫ম পর্যায়ে ভূমিহীন ও গৃহহীন পরিবারের মাঝে ২ শতাংশ খাস জমিসহ পাকা ঘর বন্দবস্ত প্রদান পূর্বক চিতলমারী উপজেলাকে ভূমিহীন ও গৃহহীন মুক্ত ঘোষণা বিষয়ক প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা প্রশাসনের আয়োজনে বৃহস্পতিবার সকাল ১১ টায় উপজেলা সেমিনার হলে স্থানীয় সাংবাদিক ও জনপ্রতিনিধিদের নিয়ে এ প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়।
এ সময় উপজেলা নির্বাহী অফিসার মোঃ আসমত হোসেনের সভাপতিত্বে উপস্থিত ছিলেন এসি ল্যান্ড বেদবতী মিস্ত্রী, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মামুন হাসান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি বাবুল হোসেন খান, থানা অফিসার ইনচার্জ মোঃ ইকরাম হোসেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা অপূর্ব কুমার দাস, সদর ইউপি চেয়ারম্যান শেখ নিজাম উদ্দীন, চরবানিয়ারী ইউপি চেয়ারম্যান অর্চনা দেবী বড়াল ঝর্ণা প্রমুখ।