বাগেরহাট-১ আসনের এমপি শেখ হেলাল উদ্দীনের পৃষ্ঠপোষকতায় ও ১ নং বড়বাড়িয়া ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে দলীয় কার্যালয় চত্বরে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল বিকালে অনুষ্ঠিত ইফতার ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন বড়বাড়িয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি জাহাঙ্গীর আলম উকিল, সাধারণ সম্পাদক এফ এম তারিকুল ইসলাম বিপ্লব, উপজেলা আওয়ামী লীগের তথ্য ও গবেষনা বিষয়ক সম্পাদক সাফায়েত হোসেন সাফা, সাবেক ইউপি চেয়ারম্যান ওহিদুজ্জামান পান্না, ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক নূর ইসলাম শিকদার, যুগ্ম-আহ্বায়ক আজগর আলী মোল্লাসহ ইউনিয়ন ও ওয়ার্ড আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।