চিতলমারীতে বাগেরহাট-১ আসনের সংসদ সদস্য শেখ হেলাল উদ্দীনের পক্ষ থেকে আগামী ২৭ রোজায় ইফতার ও দোয়া মাহফিল সম্পন্ন করার লক্ষে উপজেলা আওয়ামী লীগের প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৫ এপ্রিল) বেলা ১১ টায় দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত প্রস্তুতি সভায় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি বাবুল হোসেন খান, সাধারণ সম্পাদক পীযূষ কান্তি রায়। এ সময় উপস্থিত ছিলেন সহ-সভাপতি শেখ বেল্লাল হোসেন, যুগ্ম-সাধারণ সম্পাদক শেখ কেরামত আলী, অবনী মোহন বসু, শামীম আনোয়ার বাবু, প্রচার সম্পাদক শোয়েল মোল্লা, কোষাধ্যক্ষ মকবুল হোসেন মুন্সী প্রমুখ।