বাগেরহাটের চিতলমারীতে বাংলাদেশ কৃষকলীগের উপজেলা শাখার সম্মেলন প্রস্তুতি কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে বাংলাদেশ কৃষকলীগ কেন্দ্রীয় কার্য-নির্বাহী কমিটির সদস্য প্রাণকৃষ্ণ দত্ত ভগোকে আহ্বায়ক, নাজমুল হক টিপু ও নাহিদা ইয়াসমিন নুপুরকে যৌথভাবে যুগ্ম-আহ্বায়ক করে ৩৭ সদ্য বিশিষ্ট এ প্রস্তুতি কমিটি গঠন করা হয়। বাগেরহাট জেলা কৃষকলীগের সভাপতি শেখ আবুল হাসেম শিপন ও সাধারণ সম্পাদক মনি মল্লিক স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। নবগঠিত এ সম্মেলন প্রস্তুতি কমিটিকে আগামী তিন মাসের মধ্যে উপজেলার সকল ওয়ার্ড ও ইউনিয়ন কমিটি সম্পন্ন করে নির্দিষ্ট সময়ের মধ্যে উপজেলা কৃষকলীগের সম্মেলন আহ্বান করতে বলা হয়েছে।