
পথে পথে নেতাকর্মীদের বর্ণিল আয়োজন :-
সকাল ১১ টায় উপজেলা চত্বর থেকে উপজেলা আওয়ামী লীগ, সহযোগি ও ভ্রাতৃপ্রতিম সংগঠনের নেতাকর্মীদের অংশগ্রহণে বিজয় শোভাযাত্রাটি উপজেলার যে যে স্থানে পথ সভায় মিলিত হয়-
ডুমুরিয়া বাজার : সকাল ১১ টায় নেতাকর্মীদের অংশগ্রহণে বিজয় শোভাযাত্রাটি ডুমুরিয়া বাজারে এসে পূর্ব থেকে অবস্থানরত নেতাকর্মীদের সাথে পথ সভায় মিলিত হয়। এ সময় উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও সদর ইউপি চেয়ারম্যান শেখ নিজাম উদ্দীন, উপজেলা আওয়ামী লীগের সহ-প্রচার সম্পাদক শেখর ভক্ত, আওয়ামী লীগ নেতা মুকুলেশ ঢালী ও সর্দার খালেদুর রহমান টিটো সর্দারের নেতৃত্বে নেতাকর্মীরা উপজেলার নেতাকর্মীদের ফুলেল শুভেচ্ছা জ্ঞাপন, মিষ্টি বিতরণ ও উত্তরীয় প্রদান করেন।
সন্তোষপুর ইউনিয়ন আওয়ামী লীগ : দুপুর ১২ টায় বিজয় শোভাযাত্রাটি সন্তোষপুর ইউনিয়ন আওয়ামী লীগ কার্যালয়ে পৌঁছালে ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি রসুল মাঝি, সাধারণ সম্পাদক হরেন্দ্রনাথ শিকদার, আওয়ামী লীগ নেতা পলাশ রায়ের নেতৃত্বে ইউনিয়ন আওয়ামী লীগের নেতাকর্মীরা শোভাযাত্রা অংশগ্রহণকারীদের ফুলেল শুভেচ্ছা ও মিষ্টি বিতরণ করেন।
কালিগঞ্জ বাজার : দুপুর সাড়ে ১২ টায় শোভাযাত্রাটি কালিগঞ্জ বাজারে পৌঁছালে সন্তোষপুর ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি মল্লিক রেজাউল করিমের নেতৃত্বে নেতাকর্মীরা শোভাযাত্রায় অংশগ্রহণকারীদের ফুলেল শুভেচ্ছা জানান ও মিষ্টি মুখ করান।
চরবানিয়ারী মডেল উচ্চ বিদ্যালয় : দুপুর দেড়টায় চরবানিয়ারী মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ক্ষিতিশ চন্দ্র রায় ও সহকারী প্রধান শিক্ষক রঞ্জন বাড়ৈ’র নেতৃত্বে বিদ্যালয়ের শিক্ষার্থীরা বিজয় শোভাযাত্রায় অংশগ্রহণকারী নেতাকর্মীদের সাথে মিলিত হয়ে ফুলেল শুভেচ্ছা জ্ঞাপন করেণ।
চরবানিয়ারী ইউনিয়ন আওয়ামী লীগ : চরবানিয়ারী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি প্রফুল্ল মণ্ডল ও সাধারণ সম্পাদক বীরমু্িক্তযোদ্ধা রনজিত বাড়ৈ’র নেতৃত্বে নেতাকর্মীরা টেকের বাজারে বিজয় শোভাযাত্রার নেতাকর্মীদের ফুলেল শুভেচ্ছা জানান।
হিজলা ইউনিয়ন আওয়ামী লীগ : দুপুর ২ টায় হিজলা ইউনিয়ন আওয়ামী লীগের নব নির্বাচিত চেয়ারম্যান কাজী আবু শাহীন, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি গাজী আবজাল হোসেন, সাধারণ সম্পাদক লিটন কাজীর নেতৃত্বে ইউনিয়ন আওয়ামী লীগের নেতাকর্মীরা বিজয় শোভাযাত্রায় অংশগ্রহণকারীদের ফুলেল শুভেচ্ছা ও মিষ্টি বিতরণ করেণ।
শৈলদাহ বাজার : বেলা ৩ টায় বিজয় শোভাযাত্রাটি শৌলদাহ বাজারে এলে যুবলীগ নেতা আলম শেখের নের্তৃত্বে নেতাকর্মীরা বিজয় শোভাযাত্রার নেতাকর্মীদের ফুলেল শুভেচ্ছা জ্ঞাপন ও মিষ্টি বিতরণ করেণ।
কলাতলা ইউনিয়ন : বেলা সাড়ে ৩ টায় বিজয় শোভাযাত্রায় অংশগ্রহণকারী নের্তৃবৃন্দ কলাতলা ইউনিয়ন পরিষদ চত্বরে পৌঁছালে নবনির্বাচিত ইউপি চেয়ারম্যান শেখ বাদশা মিয়া ও উপজেলা আওয়ামী লীগে সহ-সভাপতি তাইজুল ইসলাম তারা মিয়ার নের্তৃত্বে নেতাকর্মীরা ফুলেল শুভেচ্ছা জ্ঞাপন ফলাহার করান।
বড়বাড়িয়া ইউনিয়ন আওয়ামী লীগ : বিকাল ৪ টায় বড়বাড়িয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তারিকুল ইসলাম বিপ্লব ও উপজেলা আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সম্পাদক শফিকুল ইসলাম সাফার নের্তৃত্বে নেতাকর্মীরা বিজয় শোভাযাত্রায় অংশগ্রহণকারীদের শুভেচ্ছা জ্ঞাপন করেণ।
নালুয়া বাজার : বিকাল সাড়ে ৪ টায় নালুয়া বাজারে বিজয় শোভাযাত্রার নের্তৃবৃন্দের মধ্যহ্ন ভোজের আয়োজন করেন উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান শেখ মাহাতাবুজ্জামান।