চিতলমারী প্রতিনিধি: বাগেরহাটের চিতলমারীর ৭ নং সন্তোষপুর ইউনিয়নের বীর মুক্তিযোদ্ধা, দুঃস্থ নারী-পুরুষ ও দলীয় নেতা-কর্মীদের মাঝে বাগেরহাট-১ আসনের সংসদ সদস্য শেখ হেলাল উদ্দীনের পক্ষ থেকে শীত উপহার হিসেবে ৪শ কম্বল প্রদান করা হয়েছে। বুধবার বিকাল সাড়ে ৪ টায় খাসেরহাট বাজেরের ইউনিয়ন আওয়ামী লীগ কার্যালয় থেকে এলাকাবাসীর হাতে আনুষ্ঠানিক ভাবে এ শীত উপহার তুলে দেন সন্তোষপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোঃ রসুল মাঝি ও সাধারণ সম্পাদক হরেন্দ্রনাথ শিকদার। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, চরবানিয়ারী মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ক্ষিতিশ চন্দ্র রায়, ইউনিয়ন আওয়ামী লীগের দপ্তর সম্পাদক নিত্যানন্দ ম-ল, আইন বিষয়ক সম্পাদক এ্যাড. গাজী সালাউদ্দীনসহ আরো অনেকে।