চিতলমারী প্রতিনিধি :: ‘‘মুজিব বর্ষের মূলমন্ত্র, কমিউনিটি পুলিশিং সর্বত্র’’ এই প্রতিপাদ্য বিষয় নিয়ে বাগেরহাটের চিতলমারীতে কমিউনিটি পুলিশিং ডে পালিত হয়েছে। চিতলমারী থানা পুলিশ ও কমিউনিটি পুলিশিং কমিটি চিতলমারী উপজেলা শাখার উদ্যোগে শনিবার (৩১ অক্টোবর) সকাল ১১ টায় চিতলমারী থানার সভাকক্ষে স্বাস্থ্যবিধি মেনে অনুষ্ঠানে জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, শিক্ষকসহ বিভিন্ন পর্যায়ের গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। সভায় বক্তারা মাদক, ধর্ষণসহ অসামাজিক কার্যকলাপের বিরুদ্ধে সোচ্চার হওয়ার আহ্বান জানান।
চিতলমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর শরিফুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, চিতলমারী উপজেলা পরিষদের চেয়ারম্যান অশোক কুমার বড়াল, বিশেষ অতিথি উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মারুফুল আলম, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. বাবুল হোসেন খান, উপজেলা কমিউনিটি পুলিশিং কমিটির সভাপতি অধ্যক্ষ মোঃ মোহাসীন রেজা, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান শেখ মাহাতাবুজ্জামান, মহিলা ভাইস চেয়ারম্যান সাবেরা কামাল স্বপ্না, সদর ইউপি চেয়ারম্যান শেখ নিজাম উদ্দিন প্রমুখ।