বাগেরহাটের চিতলমারীতে মহামারি করনো প্রতিরোধে সদর ইউনিয়নের অর্ধশতাধিক ইমামের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুর ১২ টায় সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব শেখ নিজাম উদ্দীনের উদ্যোগে আড়ুয়াবর্ণী ফজলুল উলুম কওমিয়া মাদ্রাসায় স্বাস্থ্যবিধি মেনে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চিতলমারী নির্বাহী কর্মকর্তা মোঃ লিটন আলী। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন চিতলমারী উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোঃ বাবুল হোসেন খান, সাধারণ সস্পাদক পীযূষ কান্তি রায়, যুগ্ম-সাধারণ সম্পাদক মোঃ শেখ কেরামত আলী, সাংগঠনিক সম্পাদক মোঃ শেখ বাদশা মিয়া, আলিয়া মাদ্রাসার সুপার মাওলানা ইদ্রিসুর রহমান, উপজেলা প্রেসক্লাব সভাপতি প্রদীপ ম-ল, শেরে বাংলা কলেজের সাবেক জিএস মোঃ রকিবুল ইসলামর প্রমুখ।
এ সময় অতিথিরা করোনা ভাইরাস সম্পর্কে মুসল্লিদের মাঝে সচেতনতা সৃষ্টি করতে ইমামদের প্রতি আহ্বান জানান। এ ছাড়াও ইউনিয়নের সকল মসজিদে শতভাগ মাস্ক নিশ্চিতসহ করোনা ভাইরাস প্রতিরোধের জন্য খুৎবায় আলোচনা করার জন্য অনুরোধ করেণ। অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলেন সম্মেলনী মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ বুলু সর্দার।