বাগেহরহাটের চিতলমারীতে মাধ্যমিক ও কলেজ পর্যায়ের শত ভাগ শিক্ষার্থীকে করোনা ভ্যাকসিন প্রদান করা হয়েছে। একই সাথে কওমিয়া মাদ্রাসার শিক্ষার্থীদের ভ্যাকসিন প্রদান কার্যক্রম অব্যাহত আছে। উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস সূত্রে জানা গেছে, এ উপজেলায ৪ টি কলেজ, ৩০ টি মাধ্যমিক বিদ্যালয়, ১ নি¤œ মাধ্যমিক বিদ্যালয় ও ৭ টি আলিয়া মাদ্রাসায় ১২ থেকে ১৭ বছর বয়সের ১২ হাজার ৫৫ জন শিক্ষার্থী রয়েছে।
এ উপজেলায় আনুষ্ঠানিক ভাবে এইচ এস সি পরীক্ষার্থীদেরকে গত বছরের ২০ নভেম্বর থেকে ভ্যাকসিন প্রদান কার্যক্রম শুরু হয়। পর্যায়ক্রমে ১২ থেকে ১৭ বছরের মধ্যে সকল শিক্ষার্থীকে টিকার আওতায় আনা হয়েছে। ইতোমধ্যে শতভাগ শিক্ষার্থীকে প্রথম ডোজ ও প্রায় ৯৬ ভাগ শিক্ষার্থীকে দ্বিতীয় ডোজ টিকা প্রদান করা হয়েছে। একই সাথে কওমিয়া মাদ্রাসার শিক্ষার্থীদের শতভাগ টিকার প্রদানের লক্ষে কার্যক্রম অব্যাহত রয়েছে।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্র জানায় এ উপজেলার মাধ্যমিক ও কলেজ পর্যায়ের ১২ হাজার ৫৫ জন শিক্ষার্থীর সকলকেই করোনা ভ্যাকসিন প্রদান করা হয়েয়ে। এ ছাড়াও আগামী ২৬ ফেব্রুয়ারি মধ্যে উপজেলায় ১২ থেকে শুরু করে তদুর্দ্ধ সকল ব্যক্তিকে শতভাগ টিকার আওতায় আনার জন্য বিভিন্ন ধরণের পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।
এ ব্যাপারে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ মফিজুর রহামন জানান, ইতোমধ্যেই মাধ্যমিক ও কলেজ পর্যায়ের শতভাগ শিক্ষার্থীকে টিকার আওতায় আনা হয়েছে। একই সাথে কওমিয়া মাদ্রাসার শিক্ষার্থীদের টিকাদান কার্যক্রম চলমান আছে। খুব তারাতারি কওমিয়া শিক্ষার্থীদেরও শত টিকার আওতায় আনা হবে।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মামুন হাসান জানান, সাফল্যজনক ভাবে শিক্ষার্থীদের যেমন শতভাগ টিকার আওতায় আনা হয়েছে। তেমনি উপজেলার সকল টিকা গ্রহন উপযোগি ব্যক্তিকে আগামী ২৬ ফেব্রুয়ারি মধ্যে টিকার আওতায় আনার জন্য সকল ধরণের প্রয়োজনীয় পদেক্ষপ গ্রহণ করা হয়েছে। অচিরেই এ উপজেলাকে আনুষ্ঠানিক ভাবে শতভাগ টিকা গ্রহনকারী উপজেলা হিসেবে ঘোষণা করা হবে।