বাগেরহাটের চিতলমারীতে উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২২ এ উপজেলা পর্যায়ে চরবানিয়ারী মডেল উচ্চ বিদ্যালয় সর্বমোট ১৭ ইভেন্টে কৃতিত্ব অর্জন করেছে। উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস সূত্রে জানা গেছে, এ বছর উপজেলায় মাধ্যমিক স্তরের শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে মনোনতি হয়েছে চরবানিয়ারী মডেল উচ্চ বিদ্যালয়। একইসাথে বিদ্যালয়ের প্রধান শিক্ষক ক্ষিতিশ চন্দ্র রায় শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান হিসেবে মনোনিত হয়েছেন। এছাড়াও এ বিদ্যালয় থেকে শ্রেষ্ঠ স্কাউট শিক্ষক, শ্রেষ্ঠ স্কাউট শিক্ষার্থী, ইংরেজী রচনা,বাংলা রচনা,নজরুল গীতি,জারী গানে প্রথম স্থান অর্জনসহ সর্বমোট ১৭ টি ইভেন্টে কৃতিত্ব অর্জন করে। বিগত বছরগুলোর ন্যায় এ বছরও বিদ্যালয়টি বিভিন্ন বিষয়ে সফলতা অর্জন করায় সন্তোষ প্রকাশ করেছেন বিদ্যালয়ের শিক্ষক, ব্যবস্থাপনা কমিটি, অভিভাবক ও শিক্ষার্থীবৃন্দ।