বাগেরহাটের চিতলমারীতে স্বেচ্ছাসেবী সংগঠন প্রিয়াংকা মল্লিক পিংকি ফাউণ্ডেশনের উদ্যোগে চার শতাধিক ব্যক্তিকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে। দোল উৎসব উপলক্ষে বাংলাদেশ সেবাশ্রম গোড়া নালুয়ায় দুই দিন ব্যাপী ধর্মীয় অনুষ্ঠানে আগত ভক্ত-দর্শনার্থীদের মাঝে ফ্রি-মেডিকেল ক্যাম্পের মাধ্যমে এ চিকিৎসা সেবা প্রদান করা হয়।
ফাউণ্ডেশনের প্রতিষ্ঠাতা ফ্রান্স প্রবাসী ব্যবসায়ী দেব নারায়ন মল্লিক রাজের পৃষ্ঠপোষকতায় এ মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়। মেডিকেল ক্যাম্পে চিকিৎসা সেবা প্রদান করেন চিতলমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডাঃ সুমন তালুকদার, উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার গৌরঙ্গ হাজরা, পল্লী চিকিৎসক শেখর পোদ্দার, সর্বেশ্বর মজুমদার, অবিনাষ মণ্ডল ও সৌরভ আকর্ষন।
এ সময় উপস্থিত ছিলেন ফাউণ্ডেশনের সভাপতি সুনিল কুমার বিশ্বাস, সহ-সভাপতি ঠাকুর দাস মজুমদার, সাধারণ সম্পাদক অধ্যাপক অজিত কুমার মন্ডল, কোষাধ্যক্ষ তুষার কান্তি বৈরাগী, প্রচার সম্পাদক টিটব বিশ্বাসসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের সদস্যবৃন্দ ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।