চিতলমারী প্রতিনিধি: বাগেরহাটের চিতলমারীতে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে বর্ণাঢ্য আয়োজনে বাংলাদেশ ছাত্রলীগের ৭৩তম প্রতিষ্ঠাবার্ষিক পালিত হয়েছে। সোমবার সকালে উপজেলা ছাত্রলীগের উদ্যোগে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে উপজেলা ছাত্রলীগ কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করা হয়। সকাল সাড়ে ১০ টায় দলীয় কার্যালয় থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা সদর বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এ সময় শোভা যাত্রায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজলো আওয়ামী লীগের সভাপতি মোঃ বাবুল হোসেন খান, সাধারণ সম্পাদক পীযূষ কান্তি রায়, সদর ইউপি চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি শেখ নিজাম উদ্দীন, কোষাধ্য মোঃ মোকবুল হোসেন ম্ন্সুী, উপজেলা আওয়ামী যুবলীগের আহ্বায়ক মোঃ শেখ নজরুল ইসলাম, য্গ্মু-আহ্বায়ক ও উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মোঃ শেখ মাহাতাবুজ্জামান, উপজেলা ছাত্রলীগ সভাপতি মোঃ রিয়াজুল ইসলাম রিয়াদ মুন্সী, সাধারণ সম্পাদক রবিন হীরা, সাবেক সভাপতি মোঃ শহিদুল ইসলাম লিটন মুন্সীসহ উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ।
শোভাযাত্রা শেষে উপজেলা ছাত্রলীগ কার্যালয়ে আনুষ্ঠানিক ভাবে প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটা হয় ও মিষ্টি বিতরণ করা হয়।