সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা শনিবার , ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ , ২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ
চিতলমারীতে জন্মদাত্রী জীবন্ত মায়ের পূজা করল সন্তানেরা | চ্যানেল খুলনা

চিতলমারীতে জন্মদাত্রী জীবন্ত মায়ের পূজা করল সন্তানেরা

জন্মদাত্রী মায়ের প্রতি শ্রদ্ধা, মমতা ও ভালবাসা প্রদর্শনের মাধ্যমেই বিশ্বজননী মা দুর্গাকে আরাধনা করার প্রত্যয় নিয়ে বাগেরহাটের চিতলমারীতে শারদীয় দুর্গোৎসবের মহা নবমীতে জন্মদাত্রী জীবন্ত মায়ের পূজা করেছে সন্তানেরা। মঙ্গলবার (৪ অক্টোবর) সকাল ১০ টায় উপজেলার পরানপুর গ্রামের সমাজ সেবক মন্মথ নাথ ম-লের পরিচালনায় ও পরানপুর সার্বজনীন দুর্গা মন্দির কমিটি এবং স্থানীয় একতা ছাত্র সংঘের সহযোগিতায় মন্দির চত্বরে এ জীবন্ত মাতৃপূজা অনুষ্ঠিত হয়।

পঞ্চম বারের মত ব্যতিক্রমী এ পূজায় বিভিন্ন বয়সের ৪০ জন সন্তান পরম যত্নে তাঁদের নিজের হাতে জন্মদাত্রী নিজ নিজ মায়ের পা ধুয়ে মুছে দেয়। এরপর ধুপ-দীপ জ্বালিয়ে ফুল ও প্রসাদ সাজিয়ে মন্ত্র পাঠের মাধ্যমে মায়ের পূজা করেণ। পূজা শেষে নিজের হাতে মায়েদের মুখে প্রসদা তুলে দেন সন্তানেরা। মায়েরা তাঁদের সন্তানদের মাথায় হাত দিয়ে পরান ভরে আর্শিবাদ করে সন্তানের মুখে প্রসাদ তুলে দেন। এ সময় মা-সন্তানদের কান্নায় এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়। ব্যতিক্রমী এ আয়োজনে এলাকার বিভিন্ন শ্রেণি- পেশার মানুষ উপস্থিত ছিলেন।

স্থানীয় কলেজ শিক্ষক সুব্রত মন্ডল বলেন, ব্যতিক্রমী এ ধরণের আয়োজনের মাধ্যমে মায়ের প্রতি সন্তানদের শ্রদ্ধা-ভক্তি ও ভালবাসা বৃদ্ধির এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন হবে। জগৎ জননী মা দুর্গার পূজার পাশা-পাশি এ ধরণের উদ্যোগ সত্যিই প্রসংশনীয়।

জীবন্ত মাতৃপূজার অন্যতম উদ্যোক্তা ও পৃষ্ঠপোষক মন্মথ নাথ মন্ডল জানান, বর্তমানের তথা-কথিত আধুনিকতার ছোয়ায় অধিকাংশ ক্ষেত্রেই মা-বাবার প্রতি সন্তানের শ্রদ্ধা-ভক্তি ও ভালবাসার ঘাটতি দেখা দিয়েছে। শৈশব থেকেই যদি সন্তানদের নীতি শিক্ষার মাধ্যমে মা-বাবার প্রতি শ্রদ্ধা-ভক্তির শিক্ষা দেওয়া যায় তবে ভবিষ্যতে আর কোন পিতা-মাতাকে বৃদ্ধ বয়সে অবহেলার পাত্র হবে না। এই চিন্তাবোধ থেকে তিনি পাঁচ বছর পূর্ব থেকে এই জীবন্ত মাতৃ পূজার আয়োজন করে আসছেন।

https://channelkhulna.tv/

বাগেরহাট আরও সংবাদ

ফকিরহাটে প্রাণিসম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনীর উদ্বোধন

ফকিরহাটে বীর মুক্তিযোদ্ধা শিব প্রসাদকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

ফকিরহাটে বিষ পানে স্কুল ছাত্রীর বিষ পানে আত্মহত্যা

নিজের বিবেক দ্বারা পরিচালিত হয়ে জনপ্রতিনিধি নির্বাচিত করবেন : কেসিসি মেয়র

ফকিরহাটে ফসল কর্তন ও কৃষক মাঠ দিবস অনুষ্ঠিত

শেখ হেলাল উদ্দীন সরকারি কলেজ সংলগ্ন নদী শাসনে বাপাউবোর প্রকৌশলী

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
DMCA.com Protection Status
উপদেষ্টা সম্পাদক: এস এম নুর হাসান জনি
ভারপ্রাপ্ত সম্পাদক: শেখ মশিউর রহমান
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২২ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com, channelkhulna.com.bd
যোগাযোগঃ কেডিএ এপ্রোচ রোড (টেক্সটাইল মিল মোড়), নিউ মার্কেট, খুলনা।
ঢাকা অফিসঃ ৬৬৪/এ, খিলগাও, ঢাকা-১২১৯।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ের তালিকাভুক্তির জন্য আবেদিত।