সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা শনিবার , ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ , ২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ
চিতলমারীতে জমি নিয়ে বিরোধের জেরে যুবকের ওপর বর্বোচিত হামলা, গ্রেপ্তার-২ | চ্যানেল খুলনা

চিতলমারীতে জমি নিয়ে বিরোধের জেরে যুবকের ওপর বর্বোচিত হামলা, গ্রেপ্তার-২

বাগেরহাটের চিতলমারীতে জমি নিয়ে বিরোধের জেরে এক যুবকের ওপর বর্বোচিত হামলা চালানো হয়েছে। হামলার শিকার ওই যুবককে স্থানীয়রা গুরুতর অবস্থায় উদ্ধার করে চিতলমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছে। এ ঘটনায় চিতলমারী থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। পুলিশ ২ জন আসামীকে গ্রেপ্তার করে জেল হাজতে প্রেরণ করেছেন।

মামলা সূত্রে জানা গেছে, উপজেলার সন্তোষপুর ইউনিয়নের উমাজুড়ি গ্রামের সুলতান মল্লিকের ছেলে হানিফ মল্লিকের (৪২) জায়গা-জমি নিয়ে দীর্ঘদিন ধরে প্রতিবেশী ফারুক মল্লিকের সাথে বিরোধ চলে আসছিল। এ বিরোধের জের শনিবার (১৭ জুলাই) সকাল সাড়ে ১০ টার দিকে প্রতিপক্ষের ফারুক মল্লিক, লাভলু মল্লিক, টুকু মল্লিক, হাফিজ মল্লিক, রিয়াজুল মল্লিকসহ ৫-জ জন হানিফ মল্লিকের বাড়িতে এসে অতর্কিত হামলা চালায়। হামলায় হানিফ মল্লিক গুরুতর আহত হয়। স্থানীয়রা আশঙ্কাজনক অবস্থায় হানিফ মল্লিককে উদ্ধার করে চিতলমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। এ ঘটনায় হানিফ মল্লিক বাদী হয়ে রবিবার (১৮ জুলাই) চিতলমারী থানায় একটি মামলা দায়ের করেণ। মামলা নং-৫।

এ ব্যাপারে অভিযুক্ত ফারুক মল্লিক জানান, ওই জমি আমাদের ফুফু ও হানিফ মল্লিকের দাদীর কাছ থেকে আমরা ক্রয় করেছি। এই ক্রয়কৃত জমি নিয়ে বিরোধের জের ধরে উভয় পক্ষের মধ্যে মারা-মারি হয়। এতে আমি আহত হয়ে চিতলমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি আছি।

তবে চিতলমারী থানার অফিসার (ওসি) এ এইচ এম কামরুজ্জামান বলেন, হামলার বিষয়ে চিতলমারী থানায় মোঃ হানিফ মোল্লা বাদী হয়ে একটি মামলা দায়ের করেছেন। এ ঘটনায় থানা পুলিশ ২ জন আসামীকে গ্রেপ্তার করে বাগেরহাট জেল-হাজতে প্রেরণ করেছে। অন্য আসামীদের ধরতে পুলিশের অভিযান অব্যাহত আছে।

https://channelkhulna.tv/

বাগেরহাট আরও সংবাদ

ফকিরহাটে প্রাণিসম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনীর উদ্বোধন

ফকিরহাটে বীর মুক্তিযোদ্ধা শিব প্রসাদকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

ফকিরহাটে বিষ পানে স্কুল ছাত্রীর বিষ পানে আত্মহত্যা

নিজের বিবেক দ্বারা পরিচালিত হয়ে জনপ্রতিনিধি নির্বাচিত করবেন : কেসিসি মেয়র

ফকিরহাটে ফসল কর্তন ও কৃষক মাঠ দিবস অনুষ্ঠিত

শেখ হেলাল উদ্দীন সরকারি কলেজ সংলগ্ন নদী শাসনে বাপাউবোর প্রকৌশলী

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
DMCA.com Protection Status
উপদেষ্টা সম্পাদক: এস এম নুর হাসান জনি
ভারপ্রাপ্ত সম্পাদক: শেখ মশিউর রহমান
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২২ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com, channelkhulna.com.bd
যোগাযোগঃ কেডিএ এপ্রোচ রোড (টেক্সটাইল মিল মোড়), নিউ মার্কেট, খুলনা।
ঢাকা অফিসঃ ৬৬৪/এ, খিলগাও, ঢাকা-১২১৯।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ের তালিকাভুক্তির জন্য আবেদিত।