বাগেরহাটের চিতলমারীতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল চিতলমারী উপজেলা শাখার আয়োজনে প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৪ আগস্ট) সকাল ১১ টায় একটি বিক্ষোভ মিছিল সদর বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। বিক্ষোভ মিছিল শেষে চিতলমারীর প্রাণ কেন্দ্র উপজেলা মোড়ে এক প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির আহ্বায়ক মোমিনুল হক টুলু বিশ্বাস, সদস্য সচিব আহসান হাবিব ঠান্ডু, যুগ্ম- আহ্বায়ক শরিফুল হাসান অপু, উপজেলা জাতীয়তাবাদী যুব দলের আহ্বায়ক জাকারিয়া মিলন, সদস্য সচিব শেখ আসাদুজ্জামান, যুগ্ম- আহ্বায়ক মো: জাহাঙ্গীর আলম ও উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মোঃ লিমন বিশ্বাস ইউনুস প্রমুখ।