বাগেরহাটের চিতলমারীর ঐতিহ্যবাহী চিতলমারী আলিয়া মাদ্রাসা জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২৩ এ উপজেলা পর্যায়ে ১১ টি বিষয়ে শ্রেষ্ঠত্বের কৃতিত্ব অর্জন করেছে। শ্রেষ্ঠত্ব অর্জনকারী বিষয়ের মধ্যে রয়েছে উপজেলা পর্যায়ের শ্রেষ্ঠ মাদ্রাসা, শ্রেষ্ঠ কারিগরি প্রতিষ্ঠান, শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান মাদ্রাসা, শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান কারিগরি, শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক কারিগরি, শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক মাদ্রাসা, শ্রেষ্ঠ শিক্ষার্থী মাদ্রাসা, শ্রেষ্ঠ শিক্ষার্থী কারিগরিসহ মোট ১১ টি বিষয়। উপজেলা প্রশাসন ও উপজেলা মাধ্যমিক শিক্ষা দপ্তর থেকে আনুষ্ঠানিক ভাবে মাদ্রাসার সুপার মাওলানা ইদ্রিসুর রহমানের হাতে এ সকল পুরস্কার তুলে দেওয়া হয়। সংশ্লিষ্ট সূত্র আরো জনায়, বিভিন্ন বিষয়ে শ্রেষ্ঠত্বের পাশা-পাশি চলতি বছরের দাখিল পরীক্ষার ফলাফলেও এ প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা শতভাগ পাসসহ উপজেলা পর্যায়ের সর্বাধিক জিপিএ ৫ এর কৃতিত্ব অর্জন করে।
এ ব্যাপারে মাদ্রাসার সুপার মাওলানা ইদ্রিসুর রহমান জানান, মাদ্রাসার শিক্ষকসহ ব্যবস্থাপনা কমিটির আন্তরিকতা ও এলাকাবাসির সার্বিক সহযোগিতায় এ প্রতিষ্ঠানটি বিগত বছরের ন্যায় এ বছরও তার সুনাম ধরে রাখতে সক্ষম হয়েছে। তিনি মাদ্রাসাটির উত্তরোত্তর সমৃদ্ধি ও সফলতার জন্য সংশ্লিষ্ট সকলের দোয়া ও সহযোগিতা কামনা করেছেন।
উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ও মাদ্রাসা ব্যবস্থাপনা কমিটির সভাপতি শেখ কেরামত আলী জানান, প্রতিষ্ঠালগ্ন এ প্রতিষ্ঠানটি এলাকায় শিক্ষা বিস্তারে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছে। তিনি এ প্রতিষ্ঠানের সার্বিক সফলতার জন্য মাদ্রাসার সুপার, সকল শিক্ষক-শিক্ষার্থী ও এলাকাবাসির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।