বাগেরহাটের চিতলমারীতে চলতি বছরের এস এস সি পরীক্ষার ফলাফলে উপজেলা পর্যায়ে সর্বাধিক জিপিএ-৫ ও নিজ কেন্দ্রে সর্বাধিক পাশের হারে শ্রেষ্ঠত্ব অর্জন করেছে চরবানিয়ারী মডেল উচ্চ বিদ্যালয়। একই সাথে বিদ্যালয়ের ভোকেশনাল শাখায় শতভাগ পাশসহ জিপিএ-৫ পেয়েও উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠত্ব অর্জন করেছে। বিদ্যালয় সূত্রে জানা গেছে, চলতি বছর অনুষ্ঠিত এস এস সি পরীক্ষায় চরবানিয়ারী মডেল উচ্চ বিদ্যালয় থেকে জেনারেল শাখায় ৮০ জন শিক্ষার্থী অংশ গ্রহন করে ৩০ টি জিপিএ-৫সহ ৭৮ জন শিক্ষার্থী কৃতকার্য হয়। ফলা ফল বিশ্লেষণে যা উপজেলা পর্যায়ে জিপিএ-৫ ও কেন্দ্রে পাশের হারের শীর্ষে। একই সাথে বিদ্যালয়ের ভোকেশনাল শাখায় ২০ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহন করে শতভাগ কৃতকার্যসহ ৮ জিপিএ-৫ এর কৃতিত্ব অর্জন করে। বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি শিক্ষাবিদ পীযূষ কান্তি রায়ের সার্বিক সহযোগিতা ও শিক্ষক-শিক্ষার্থীদের আন্তরিক প্রচেষ্টার ফলেই শিক্ষা, সংস্কৃতি ও ক্রীড়াসহ সকল ক্ষেত্রেই ধারাবাহিক সফলতা অর্জন করে চলেছে বলে দাবী করেণ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক রঞ্জন কুমার বাড়ই। তিনি বিদ্যালয়ের ভালো ফলাফলের জন্য সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদসহ কৃতজ্ঞতা প্রকাশ করেন।