বাগেরহাটের চিতলমারীতে ঘুর্ণিঝড় সিত্রাং এর আঘাতে হিজলা ইউনিয়নের শান্তিখালী গ্রামের অলি খান নামের এক খামারীর ১১শ ডিম পাড়া লেয়ার মুরগীর করুন মৃত্যু হয়েছে। সোমবার রাত ৮ টার দিকে ঘুর্ণিঝড়ের কবলে পড়ে চিংড়ি ঘেরের উপর নির্মিত মুরগীর কামারের ঘর পানিতে পড়ে যায়। এ সময় পানিতে ডুবে ওই খামারীর ১১শ ডিম পাড়া মুরগীর মৃত্যু হয়। এ ঘটনায় ক্ষতিগ্রস্থ খামারীর ৭ লক্ষাধিক টাকা ক্ষতি হয়। মঙ্গলবার দুপুরে মৃত মুরগীগুলোকে বাড়ির পাশে মাটিতে গর্ত করে রাখা হয়। এ ব্যাপারে ক্ষতিগ্রস্থ খামারী অলি খান জানান, কৃষি ব্যাংক, কর্মসংস্থান ব্যাংক ও ব্র্যাক ব্যাংকসহ বিভিন্ন এনজিও থেকে ঋণ নিয়ে তিনি খামারটি করেছিলেন। মাত্র এক মাস হয়েছে মুরগী গুলো ডিম দেওয়া শুরু করেছে। এমন সময় সব মুরগী মারা যাওয়ায় তিনি ৫ সদস্যের পরিবার নিয়ে সীমাহীন ক্ষতির সম্মুখিন হয়েছেন।