জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভ্রাতুষ্পুত্র ও বাগেরহাট-১ আসনের সংসদ সদস্য শেখ হেলাল উদ্দীনের সার্বিক সহযোগিতা ও নির্দেশক্রমে করোনার দ্বিতীয় ও তৃতীয় ঢেউ মোকাবেলায় রোগীদের নমুনা পরীক্ষা ও চিকিৎসা প্রদানে ‘ ডাক্তারের কাছে রোগী নয়, রোগীর কাছে যাবে ডাক্তার’ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। রবিবার বেলা ২ টায় চিতলমারী উপজেলা পরিষদ ও উপজেলা প্রশাসনের উদ্যোগে রোগীদের নমুনা সংগ্রহের জন্য ভ্রাম্যমাণ এ্যাম্বুলেন্স টিমের উদ্বোধন করেণ উপজেলা পরিষদ চেয়ারম্যান অশোক কুমার বড়াল ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ লিটন আলী। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জান্নাতুল আফরোজ স্বর্ণা, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মামুন হাসান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোঃ বাবুল হোসেন খান, সাধারণ সম্পাদক পীযূষ কান্তি রায়, সদর ইউপি চেয়ারম্যান আলহাজ্ব শেখ নিজাম উদ্দীন, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা শেখ বেল্লাল হোসেন, চিতলমারী উপজেলা প্রেসক্লব সভাপতি প্রদীপ ম-ল প্রমুখ।
এ ব্যাপারে চিতলমারী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মামুন হাসান জানান, করোনা পরিস্থিতির শুরু থেকে বাগেরহাট-১ আসনের মাননীয় সংসদ সদস্য শেখ হেলাল উদ্দীনের সার্বিক সহযোগিতা ও পরামর্শক্রমে করোনা রোগীদের চিকিৎসার জন্য সব ধরণের পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। ইতোমধ্যে চিতলমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সেন্ট্রাল অক্সিজেন সিস্টেম চালু, সেমি আইসিইউ বেড প্রস্তুত, করোনা রোগীদের আইসোলেশন সেন্টার চালুসহ বিভিন্ন ধরণের পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। তাছাড়া ভ্রাম্যমাণ এ্যাম্বুলেন্স সার্ভিসের মাধ্যমে রোগীদের বাড়িতে গিয়ে নমুনা সংগ্রহ করার ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
চিতলমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ লিটন আলী বলেন, করোনা দ্বিতীয় ঢেউ চলা কালে বাগেরহাট-১ আসনের সংসদ সদস্য শেখ হেলাল উদ্দীন মহোদয় সার্বিক বিষয়ে খোঁজ-খবর রাখছেন। তাঁর সার্বিক নির্দেশনায় করোনার দ্বিতীয় ও তৃতীয় ঢেউ মোকাবেলায় সব ধরণের প্রস্তুতি গ্রহণের পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।
এ ব্যাপারে চিতলমারী উপজেলা পরিষদ চেয়ারম্যান অশোক কুমার বড়াল বলেন, এমপি শেখ হেলাল উদ্দীনের সার্বিক পরামর্শে করোনার দ্বিতীয় ও তৃতীয় ঢেউ মোকাবেলা করতে রোগীদের বাড়িতে গিয়ে নমুনা সংগ্রহের জন্য ভ্রাম্যমাণ এ্যাম্বুলেন্স সার্ভিস চালু করা হয়েছে। তাছাড়া রোগীদের বাড়িতে গিয়েও প্রাথমিক চিকিৎসা প্রদানের ব্যবস্থা করা হয়েছে। চিতলমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে করোনা রোগীদের বিশেষ চিকিৎসা সেবা প্রদানের জন্য প্রয়োজনীয় চিকিৎসা সরঞ্জাম ও প্রয়োজনীয় ঔষধপত্রের ব্যবস্থাও রাখা হয়েছে।